জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হলটির বি ব্লকের ১১৫ নম্বর কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ওই শিক্ষার্থীর নাম সিয়াম মো. আরাফাত। সে জাবির পদার্থ বিজ্ঞান বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী ।
সিয়ামের বন্ধু একই বিভাগের শিক্ষার্থী টগর দেবনাথ বলেন, 'আজ সন্ধ্যায় ইফতার শেষ করে সিয়ামের রুমে নক দিয়ে দেখি ভেতর থেকে ওর দরজা লাগানো। পরে ৪৬ ব্যাচের একজন রুমটির জানালা দিয়ে ওর ঝুলন্ত লাশ দেখতে পান। পরে আমরা দরজা ভেঙে ওর মরদেহ জাবি মেডিক্যাল সেন্টারে নিয়ে আসি।'
জাবি মেডিক্যাল সেন্টারের প্রধান অফিসার শামসুর রহমান বলেন, ওই শিক্ষার্থীকে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে ।