স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের বিরোধে অশান্ত হয়ে ওঠা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে দুদিন পর স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। মঙ্গলবার থেকে রাবিতে স্বাভাবিকভাবে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার রাবি উপাচার্য গোলাম সাব্বির সাত্তার সংবাদ সম্মেলন করে ক্লাস ও পরীক্ষা শুরুর তথ্য জানান। একইসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে যে ছাত্রদের মধ্যে বহিরাগতরা ঢুকে পড়ে সহিংসতা চালিয়েছে। ফলে পরিস্থিতি ছাত্রদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।’
শনিবার সন্ধ্যায় রাবি ছাত্রদের সঙ্গে পার্শ্ববর্তী বিনোদপুর এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের সংঘর্ষের পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকা। রোববার দিনভর ক্যাম্পাসের ভেতরে ও বাইরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রাত ৮টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের পাশে রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে অবরোধ করে। তবে সোমবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আন্দোলনকারীদের রাখা গাছের গুঁড়ি সরিয়ে ফেলা হয়েছে। সোমবার দুপুর থেকে রাজশাহী-নাটোর মহাসড়কে যানবাহন চলাচলও শুরু হয়েছে।
এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে যে বহিরাগতরা ছাত্রদের মধ্যে ঢুকে পড়ে সহিংসতা চালিয়েছে। ফলে পরিস্থিতি ছাত্রদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কারণ ছাত্ররা আগুন জ্বালিয়ে সহিংসতা করবে সেটা আমরা বিশ্বাস করি না। প্রথম দিকে ছাত্ররা থাকলেও পরে তারা ফিরে গেছে। কিন্তু বহিরাগতরা যায়নি। যারা জড়িত ছিল তাদের খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।’
ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বীকার করে উপাচার্য বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কী ভূমিকা ছিল তা নিয়ে কথা বলতে চাই না। তবে আমরা সবাই মিলে সচেষ্ট থাকলে এত বড় ঘটনা এড়ানো যেত।
‘শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। রেজিস্ট্রার আবদুস সালাম বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলাটি করেছেন। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’
উপাচার্য বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। তাদের দাবি মেনে তা বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হয়েছে। মঙ্গলবার শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসা হবে। এছাড়াও তিন সদস্যের কমিটি পুনর্গঠন করে পাঁচ সদস্যবিশিষ্ট করা হয়েছে। কমিটিকে সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।’
তিনি জানান, এর আগে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছিল। ফলে রোববার ও সোমবার ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। মঙ্গলবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা চলবে।
রাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও ঘোরাফেরা নিষিদ্ধ
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে বহিরাগতদের অকারণে প্রবেশ ও যত্রতত্র ঘোরাফেরা নিষিদ্ধ করেছে।
রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সঙ্গত কারণে কারও ক্যাম্পাসে আসার প্রয়োজন হলে প্রবেশ গেটে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যরা পরিচয় যাচাই ও কারণ নিশ্চিত হয়ে প্রবেশ করতে দেবে। এজন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।