ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘মুদ্রানীতি ও বাংলাদেশ ব্যাংকের বর্তমান নিয়মনীতি’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে সেমিনারটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুদ্রানীতি ও বাংলাদেশ ব্যাংকের বর্তমান নিয়ম-নীতি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমির পরিচালক (গবেষণা) ড. মো. গোলজারে নবী।
বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের পরিচালক ড. শামসুদ্দীন আহমদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ এমবিএ ও এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থীরা সেমিনারে অংশ নেন।