সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এবার আগের মতো একযোগে নয়, বিভাগ অনুযায়ী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
শুরুতে তিনটি বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জেলাগুলোর সব উপজেলার স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ১০ মার্চ, চলবে ২৪ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পদের নাম ‘সহকারী শিক্ষক’ এবং বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
বয়সসীমা: ২৪ মার্চে সাধারণ প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় বয়সের সর্বোচ্চ সীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪-এর স্কেলে ন্যূনতম ২ দশমিক ২৫ এবং ৫-এর স্কেলে ন্যূনতম ২ দশমিক ৮) স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।