প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে। সফটওয়্যারের কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে মঙ্গলবার এ ফলাফল স্থগিত করা হয়। বুধবার নতুন করে বৃত্তির ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
নিউজবাংলাকে প্রতিমন্ত্রী বলেন, কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে ফলাফল স্থগিত রাখা হয়েছে। ত্রুটি সংশোধন করে বুধবার ফলাফল আবার নতুন করে প্রকাশ করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও কারিগরি ত্রুটির কারণে ফলাফল স্থগিতের কথা জানানো হয়েছে।
সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে সারাদেশে পাঠানো সব ফলাফল স্থগিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে এরইমধ্যে একটি নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে ২০২০ ও ২০২১ সালে করোনাভাইরাসের মহামারির কারণে প্রাথমকি শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ায় প্রাথমিক বৃত্তি প্রদান করা সম্ভব হয়নি। গত বছরের নভেম্বরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ২০২২ সাল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। সেই ধারাবাহিকতায় ২০২২ সালের ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।