উচ্চ মাধ্যমিকে এবার কুমিল্লা বোর্ডে সবচেয়ে বেশি ৯০ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর সবচেয়ে কম পাসের হার দিনাজপুর বোর্ডে ৭৯ দশমিক আট শতাংশ। অন্যদিকে বরাবরের মতো এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। ঢাকা বোর্ডের ৬২ হাজার ৪২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বুধবার এক সংবাদ সম্মেলনে উচ্চ মাধ্যমিকের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। তার আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন তিনি।
দীপু মনি জানান, ঢাকা বোর্ডের ৮৩ দশমিক ৮৩ শতাংশ, রাজশাহীর ৮১ দশমিক ৫০ শতাংশ, যশোরের ৮৩ দশমিক ৯৫ শতাংশ, চট্টগ্রামের ৮০ দশমিক ৫০ শতাংশ, বরিশালের ৮৬ দশমিক ৯৫ শতাংশ, সিলেটের ৮১ দশমিক ৪০ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডের ৮০ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
অন্যদিকে মাদ্রাসা বোর্ডে এবার ৯২ দশমিক ৫৬ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৯৪ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
শিক্ষামন্ত্রী আরও জানান, রাজশাহী বোর্ডের ২১ হাজার ৮৫৫ জন, কুমিল্লায় ১৪ হাজার ৯৯১, যশোরে ১৮ হাজার ৭০৩ জন, চট্টগ্রামে ১২ হাজার ৬৭০ জন, বরিশালে ৭ হাজার ৩৮৬ জন, সিলেটে ৪ হাজার ৮৭১ জন, দিনাজপুরে ১১ হাজার ৮৩০ জন, ময়মনসিংহে ৫ হাজার ২৮ জন, মাদ্রাসা বোর্ডে ৯ হাজার ৪২৩ জন এবং কারিগরি বোর্ড থেকে ৭ হাজার ১০৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।