রাজধানীর উপকণ্ঠ সাভারের নয়ারহাটে আরবান স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শাখার উদ্বোধন হয়েছে।
গত ১৪ জানুয়ারি শাখাটির উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ দেওয়ান। তিনি আরবান স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শাখার উদ্বোধন ঘোষণা করে আমন্ত্রিত অতিথিদের নিয়ে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আরবান স্কুল অ্যান্ড কলেজের গত ১০ বছরের সাফল্যের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি মানসম্পন্ন শিক্ষা বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অনুরোধ করেন।
ওই সময় তিনি আরবান স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শাখার সামনের রাস্তা সংস্কারের অঙ্গীকার ব্যক্ত করেন।
আরবান স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মাহাবুব আলম রাসেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাইফুল ইসলাম মুবিন। অনুষ্ঠান পরিচালনা করেন আরবান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পরিচালক মো. ওয়াহিদুজ্জামান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মুজিবুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আশীষ কুমার মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা (গ্রন্থাগারিক) হাজি মো. আবদুস সালাম, সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ব্যারিস্টার শিহাব উদ্দিন খান, সমাজসেবক ও ব্যবসায়ী মো. বাছেদ দেওয়ান, মো. শাহাজুদ্দিন, ধামরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল্লাহ, আরবান স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ ও শাখাপ্রধান দীপক শিকদারসহ অনেকে।
ওই সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, ব্যবসায়ী ও সমাজসেবক হাফিজুর রহমান রাজা, আরবান স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সদস্য আব্দুর রহিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
অতিথিদের হাতে সম্মননা স্মারক তুলে দেন আরবান স্কুলের পরিচালনা পর্ষদ সদস্যরা। আলোচনা অনুষ্ঠান শেষে বিশেষ দোয়ার আয়োজন করা করা হয়। এরপর অতিথিরা নতুন ক্যাম্পাস পরিদর্শন করেন।
আরবান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।
২০১২ সালের ১৪ ডিসেম্বর ধামরাই পৌরসভার ইসলামপুরে আরবান স্কুল অ্যান্ড কলেজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ২০২২ সালে এর দ্বিতীয় শাখা চালু হয় ধামরাই পৌরসভার ইসলামপুর মাদ্রাসা রোডে। তারই ধারাবাহিকতায় তৃতীয় শাখা চালু করা হয় সাভারের নয়ারহাটে।
প্রায় দুই হাজার শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত। প্রতিষ্ঠানটিতে নব্বই জন শিক্ষক ও কর্মকর্তা, কর্মচারী রয়েছেন।