ইংলিশ অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের (সিউবি) সব প্রোগ্রামের টিউশন ফিতে বাড়তি ছাড় পাবেন। রাজধানীর প্রগতি সরণিতে রোববার সিইউবির মূল ভবনে দুই প্রতিষ্ঠান এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি সই করেছে।
সিইউবি উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক ও ইংলিশ অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা আমান সুলাইমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
সিইউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চুক্তির মাধ্যমে ইংলিশ অলিম্পিয়াডে অংশগ্রহণকারী এবং ক্যাম্পাস অ্যাম্বাসাডররা সিইউবি’র সব প্রোগ্রামের ওপর টিউশন ফিতে সাধারণ ছাড়ের বাইরে আরও ৫ শতাংশ ছাড় পাবেন। এছাড়াও ইংলিশ অলিম্পিয়াডের থিয়েটার রাউন্ডে অংশগ্রহণকারীরা সব সিইউবি প্রোগ্রামের ওপর টিউশন ফিতে সাধারণ ছাড়ের বাইরে আরও ১০ শতাংশ ছাড় পাবেন।
একইসঙ্গে যারা গ্র্যান্ড ফাইনালিস্ট এবং ইংলিশ অলিম্পিয়াডের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর হবেন তারা সিইউবি’র সব প্রোগ্রামের ওপর টিউশন ফিতে সাধারণ ছাড়ের বাইরে ১৫ শতাংশ ছাড় পাবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র প্রফেসর মুহাম্মদ রিদওয়ানুল হক, সিইউবি’র কোষাধ্যক্ষ ও স্কুল অফ আর্টস-এর ডিন এ এস এম সিরাজুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম আরিফুজ্জামান এবং প্রধান সমন্বয়ক মোহাম্মদ আফিজুর রহমান।