২০২১-২২ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তি শুরু হয়েছে।
ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে।
দুপুর থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিউজবাংলাকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।
তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম ১২ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে।
তিনি আরও জানান, ১৭ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত ভর্তি ফি জমা না দিলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিল গণ্য হবে৷
বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ৭ হাজার ৪০০, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ৫ হাজার ৪০০, কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদভুক্ত বিভাগ এবং ইনস্টিটিউটগুলোর জন্য ৫ হাজার ৪০০ টাকা জমা দিতে হবে।
এর আগে প্রাথমিক ভর্তি নিশ্চিতে শিক্ষার্থীরা ৫ হাজার টাকা জমা দেন, তবে এ ভর্তি কার্যক্রম বিশেষায়িত ৪টি বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়।
চূড়ান্ত ভর্তির জন্য শিক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ প্যানেলে লগইন করে প্রাথমিক ভর্তি ফি বাদ দিয়ে ফি জমা দিতে হবে।
আগামী ২২ জানুয়ারি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে৷