প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত পাঠ্যপুস্তক উৎসব-২০২৩ এ সাফ ফুটবলে বিজয়ী নারী ফুটবল দলের পাঁচ সদস্যকে সংবর্ধনা দেয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রোববার সকাল ১০টায় প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দেয়া উপলক্ষে ‘বই বিতরণ উৎসব-২০২৩’ অনুষ্ঠিত হবে।
শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন, বই উৎসবে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলের পাঁচজন সদস্য যারা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব টুর্নামেন্ট থেকে উঠে এসেছেন তাদের সংবর্ধনা দেয়া হবে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রধান অতিথি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যািডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার বিশেষ অতিথি থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।
এ বছর বই উৎসবে সারা দেশে ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার ৩৮১ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ কোটি ৯১ লক্ষ ১২ হাজার ৩০০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হবে। এর মধ্যে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে ২ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৮২৩ শিক্ষার্থীর মাঝে ৯ কোটি ৬৬ লাখ ৮ হাজার ২৪৫টি বই বিতরণ করা হবে।