চট্টগ্রামে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণে ১৮২ জনের ফলে পরিবর্তন এসেছে।
ফলাফল পরিবর্তন হওয়া ১৮২ পরীক্ষার্থীর মধ্যে ফেল থেকে পাস করেছে ৪৫ জন। আর জিপিএ ফাইভ পেয়েছে ২৪ জন।
নিজস্ব ওয়েবসাইটে শনিবার পুনঃনিরীক্ষণ আবেদনের ফলাফল প্রকাশ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করে ১৪ হাজার ৫২৫ জন। তারা মোট ২৮ হাজার ৬০৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করে। এর বিপরীতে ৪৯৮ টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়। এতে ফলাফল পরিবর্তন হয় ১৮২ জনের।
তবে উত্তরপত্রের নম্বর পরিবর্তন হলেও পাস করেননি ৬ জন। নম্বর পরিবর্তন হলেও ফলাফল পরিবর্তন হয়নি ৫৬ জনের।
আবেদনকারীদের মধ্যে ১০ হাজার ৮৮৯ জন ছাত্রী ও সাত হাজার ৭৭৫ জন ছাত্র।
গত বছর এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৭ হাজার ৬৯ জন পরীক্ষার্থী ৭ হাজার ৮২৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছিল। এরমধ্যে ফল পরিবর্তন হয়েছিল ৬০৯ জনের।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‘উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪৯৮টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। এতে ১৮২ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।’
চলতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৮ হাজার ৫৪০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাস করেছে ১ লাখ ৩০ হাজার ১৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৬৬৪ জন।