এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে ফেল করা ছয় শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন।
শনিবার বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়। খাতা পুনর্নিরীক্ষণে ১৫৭ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুনর্নিরীক্ষণের ফলে ফেল করা ছয় শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘এ বছর বিভিন্ন স্কুলের ২০ হাজার ১৮১ শিক্ষার্থী ৩২ হাজার ২৫১টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করে। শনিবার সংশোধিত ফল প্রকাশিত হয়।’ তিনি বলেন, ‘পুনর্নিরীক্ষণে ১৫৭ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৬৪ জন ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৩০ জন। এদের মধ্যে ফেল করা ৬ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।’