বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জবিতে ভর্তির ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ

  •    
  • ২০ ডিসেম্বর, ২০২২ ১৯:৩০

প্রকাশিত মেধাতালিকার ‘এ’ ইউনিটে মোট ৫৩২ জন শিক্ষার্থী নতুন করে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। ‘বি’ ইউনিটে ৯৩ জন ও ‘সি’ ইউনিটে ২৫ জন শিক্ষার্থী ভর্তির জন্য বিষয় পেয়েছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির ষষ্ঠ মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এরই সঙ্গে পঞ্চম মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়। ষষ্ঠ মেধাতালিকায় ৬৫০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তিনটি ইউনিটের মেধাতালিকা ও মাইগ্রেশন লিস্ট প্রকাশ করা হয়।

প্রকাশিত মেধাতালিকার ‘এ’ ইউনিটে মোট ৫৩২ জন শিক্ষার্থী নতুন করে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। ‘বি’ ইউনিটে ৯৩ জন ও ‘সি’ ইউনিটে ২৫ জন শিক্ষার্থী ভর্তির জন্য বিষয় পেয়েছেন।

ষষ্ঠ মেধাতালিকায় বিষয় পাওয়া শিক্ষার্থীদের মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে বলে ভর্তি কমিটি থেকে জানানো হয়েছে।

প্রত্যেক আবেদনকারী তার আবেদন করা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুত মেধাক্রম ও প্রদত্ত বিভাগ অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিট এবং বিশেষায়িত বিভাগ মিলিয়ে ৪৩ হাজার ৫৫১ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন।

‘এ’ ইউনিটের জন্য ১৩টি বিভাগে ৮২৫ ও ‘বি’ ইউনিটে ১ হাজার ২৭০টি আসন রয়েছে। এর মধ্যে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৮৫০, বিজ্ঞান বিভাগের জন্য ২৭০ এবং বাণিজ্য ও অন্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ১৫০টি আসন বরাদ্দ রয়েছে। ‘সি’ ইউনিটে আসন সংখ্যা ৫২০টি। এর মধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৪৬০ এবং বিজ্ঞান ও অন্য বিভাগের জন্য ৬০টি আসন বরাদ্দ রয়েছে।

ষষ্ঠ মেধাতালিকায় নতুন করে মনোনীত শিক্ষার্থীদের ভর্তির জন্য নির্দেশনায় বলা হয়, অনলাইনে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন ও প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা মঙ্গলবার) দুপুর ১২টা থেকে বুধবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জমা দিতে হবে।

বুধবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তির জন্য মনোনীত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। মূল নম্বরপত্র দুটি আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লিখে একটি এ-৪ সাইজের খামে করে জমা দিতে হবে।

প্রাথমিক ভর্তি শিক্ষার্থীদের জন্য দেওয়া নির্দেশনায় বলা হয়, এসব শিক্ষার্থী গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ভর্তি হয়ে থাকলে তাদের পুনরায় ভর্তি হতে হবে না। এ ছাড়া কোনো আবেদনকারী একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় অন্য এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মনোনীত হলে পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন করতে পারবেন।

প্রয়োজনীয় ক্ষেত্রে আবেদনকারীকে নিজ দায়িত্বে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে ওয়েবসাইটের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের জন্য অনলাইনে বুধবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। মূল কাগজপত্র যে বিশ্ববিদ্যালয়ে আছে, সেখানেই থাকবে।

আবেদনকারী গুচ্ছভুক্ত এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হলে তাকে অবশ্যই তার পছন্দমতো একটি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তা ছাড়া গুচ্ছের অধীনে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না।

এই পর্যায় থেকে প্রাথমিক ভর্তি বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন না। অর্থাৎ এই মেধাতালিকা থেকে পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ভর্তি হওয়া শিক্ষার্থীর বিভাগ পছন্দক্রম ও মেধা স্কোরের ভিত্তিতে প্রযোজ্য ক্ষেত্রে বিভাগ মাইগ্রেশন চলমান থাকবে।

এ ছাড়া কোনো আবেদনকারী একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় অন্য এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মনোনীত হলে পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন করতে পারবেন।

মেধাতালিকাসহ ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.jnu.ac.bd) পাওয়া যাবে।

এ বিভাগের আরো খবর