বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রাথমিকে শিক্ষক সংযুক্তির আদেশ বাতিল

  •    
  • ১৪ ডিসেম্বর, ২০২২ ১১:৫২

গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জানান, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়নের স্বার্থে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর (তিন পার্বত্য জেলা ছাড়া) সব ধরনের শিক্ষকের সংযুক্তি আদেশ বাতিল করা হয়েছে।

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সব শিক্ষকের সংযুক্তির আদেশ বাতিল করা হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের পদায়নের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীর ভারসাম্যহীনতা কমাতে তিন পার্বত্য জেলা ছাড়া অন্যান্য জেলার শিক্ষকদের সংযুক্তির আদেশ বাতিলের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার এক আদেশে গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির আহমেদ এ তথ্য জানান।

আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের ভারসাম্যহীনতা হ্রাস, বিদ্যালয়গুলোর শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও প্রয়োজনীয়তার নিরিখে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়নের স্বার্থে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর (তিন পার্বত্য জেলা ছাড়া) সব ধরনের শিক্ষকের সংযুক্তি আদেশ বাতিল করা হয়েছে।

আদেশে সংযুক্তিকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১৫ ডিসেম্বরের মধ্যে মূল কর্মস্থলে যোগ দেয়ার কথা বলা হয়।

এতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা বর্ণিত শিক্ষকদের যোগ দেয়ার তথ্যসহ প্রতিবেদন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে ২০ ডিসেম্বরের মধ্যে অবশ্যই পাঠাবেন।

এ বিভাগের আরো খবর