বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিরাপদ ক্যাম্পাসের দাবি পূরণে সময় নিলেন ঢাবি উপাচার্য

  •    
  • ৪ ডিসেম্বর, ২০২২ ২২:৫৮

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ছেলে-মেয়েদের এমন চিন্তা-চেতনা ভালো এবং সৎ। ওদের চিন্তার সঙ্গে আমি একমত। কীভাবে সুন্দর ম্যানেজমেন্ট করা যায়, বহিরাগত এবং ভারি যানবাহন কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং সংশ্লিষ্টদের সহযোগিতা নিয়ে কীভাবে এসব বাস্তবায়ন করা যায় সেই প্রয়াস নেব।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাড়িচাপায় এক নারীর প্রাণহানির ঘটনার পর নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে ১১ দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করেছে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। এসব দাবির প্রতি সমর্থন জানিয়ে তা পূরণে সময় চেয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আটজনের একটি প্রতিনিধি দল রোববার বিকেলে উপাচার্যের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব যানবাহনের গতিসীমা নির্ধারণ ও নিয়ন্ত্রণ, শব্দ দূষণ প্রতিরোধে ব্যবস্থা ও শাস্তির বিধান নিশ্চিত করা; রুবিনা আক্তার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে প্রশাসনের সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা আদায় করা; ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রধান প্রবেশদ্বারগুলোতে দ্রুত চেকপোস্ট বসানো ও গতিবিধি নিয়ন্ত্রণ করা।

১১ দফা দাবির মধ্যে আরও রয়েছে- বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুধু নিবন্ধিত রিকশা চলাচল এবং রিকশাচালকদের জন্য ইউনিফর্ম ও ভাড়ার চার্ট প্রস্তুত করা; ভ্রাম্যমাণ দোকানের জন্য স্থান নির্ধারণ ও প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করা এবং ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে ন্যূনতম ৩০০ ডাস্টবিন স্থাপনের ব্যবস্থা করা।

অন্য দাবিগুলো হলো- প্রথম বর্ষ থেকে সব শিক্ষার্থীর আইডি কার্ড প্রদান এবং ক্যাম্পাসের কিছু স্থানে সংরক্ষিত প্রবেশাধিকার নিশ্চিত করা; মাদকাসক্ত ও ভবঘুরেদের ক্যাম্পাস থেকে স্থায়ীভাবে উচ্ছেদ করা; সম্পূর্ণ ক্যাম্পাসকে সিসিটিভির আওতায় আনা এবং ক্যাম্পাসে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপন করা; প্রক্টর অফিসে জমে থাকা সব অভিযোগ নিষ্পত্তি করা; নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার লক্ষ্যে প্রক্টরিয়াল অফিসের জবাবদিহিতা নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিগুলো বিজ্ঞপ্তির মাধ্যমে বাস্তবায়ন করা।

সাক্ষাতের আগে দুপুরে শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন।

উপাচার্যের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আল মেহরাজ শাহরিয়ার মিথুন বলেন, ‘স্যার আমাদের দাবিগুলো শোনেন। এরপর প্রতিটি দাবির সঙ্গে স্যারের কী চিন্তা-ভাবনা আছে তা আমাদের জানান।

‘স্যার আমাদের বলেছেন, ক্যাম্পাস শুধু আমাদের ওপর নির্ভরশীল নয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর সঙ্গে সম্পর্কিত। অনেকের সঙ্গে সমন্বয় করার ব্যাপার। তাই এটি একটি লং প্রসেস। তোমরা আমাকে কিছু সময় দাও।’

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ছেলে-মেয়েদের এমন চিন্তা-চেতনা ভালো এবং সৎ। যারা বেশি দরদ দেখায় তাদের অসৎ উদ্দেশ্য। এদের কোনো খারাপ চিন্তা নেই। ওদের চিন্তার সঙ্গে একমত হয়ে কীভাবে সুন্দর ম্যানেজমেন্ট করা যায়, বহিরাগত এবং ভারি যানবাহন কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং এসব বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা নিয়ে কীভাবে এসব বাস্তবায়ন করা যায় সেই প্রয়াস আমরা নেব।’

এ বিভাগের আরো খবর