বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ ফাইভ

  •    
  • ২৮ নভেম্বর, ২০২২ ১৫:৫৯

চলতি বছর চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ। এর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ১৮ হাজার ৬৬৪ শিক্ষার্থী।

এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।

চলতি বছর এ বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ। এর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ১৮ হাজার ৬৬৪ শিক্ষার্থী।

শিক্ষা বোর্ড মিলনায়তনে সোমবার দুপুরে ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৯১ দশমিক ১২ শতাংশ, যা এ বছরের তুলনায় ৩ দশমিক ৫৯ শতাংশ বেশি।

গত বছর এ বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছিল ১২ হাজার ৭৯১ জন। সে হিসাবে চলতি বছর জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী বেড়েছে ৫ হাজার ৮৭৩ জন।

পাসের হার ও জিপিএ ফাইভ দুটিতেই এগিয়ে আছে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৮৭ দশমিক ৬৯ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৮৭ দশমিক ৩৩ শতাংশ।

আর জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৭ হাজার ৭৭৫ জন ও ছাত্রী ১০ হাজার ৮৮৯ জন।

ছাত্রদের চেয়ে জিপিএ ফাইভ বেশি পেয়েছে ৩ হাজার ১১৪ ছাত্রী।

এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২১৩টি কেন্দ্রে ১ হাজার ৯২টি স্কুলের ১ লাখ ৫০ হাজার পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। তাদের মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল ১ লাখ ৪৮ হাজার ৫৪০ শিক্ষার্থী।

এ বিভাগের আরো খবর