বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ সহসাই

  •    
  • ২৪ নভেম্বর, ২০২২ ২০:০৩

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, ‘সহকারী শিক্ষক পদের চূড়ান্ত ফল বৃহস্পতিবার প্রকাশের প্রস্তুতি ছিল। কিছু টেকনিক্যাল সমস্যায় তা সম্ভব হয়নি। আশা করছি আগামী সপ্তাহে চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে।’

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল আগামী সপ্তাহে প্রকাশ হতে পারে। বৃহস্পতিবার ফলাফল প্রকাশের কথা থাকলেও তা পিছিয়ে গেছে।

বিভিন্ন গণমাধ্যমে বৃহস্পতিবার ফল প্রকাশের কথা উল্লেখ করা হলেও তা প্রকাশ হয়নি। সকালেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান নেন চাকুরিপ্রার্থীরা। তারা পদ সংখ্যা বাড়িয়ে ফল প্রকাশের দাবি জানান। এ অবস্থাতেই কর্মকর্তারা শেষ মুহুর্তে ফল প্রকাশ না করার সিদ্ধান্ত নেন বলে জানান অনেকে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত এ বিষয়ে বলেন, ‘সহকারী শিক্ষক পদের চূড়ান্ত ফল বৃহস্পতিবার প্রকাশের প্রস্তুতি ছিল। কিছু টেকনিক্যাল সমস্যায় তা সম্ভব হয়নি। আশা করছি আগামী সপ্তাহে চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা যায়, সহকারী শিক্ষকের পদসংখ্যা বাড়িয়ে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি। বিজ্ঞপ্তি অনুসারে আপাতত ৩২ হাজার ৫৭৭ পদেই নিয়োগ দেয়া হবে।

বৃহস্পতিবার ফল প্রকাশের কাজে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতসহ একাধিক কর্মকর্তা। তাদের সেখান থেকে অধিদপ্তরে যাওয়ার কথা ছিল।

পদ সংখ্যা বাড়ানোর দাবি নিয়ে চাকুরিপ্রার্থীরা এ সময় প্রধান ফটকে অবস্থান নিলে সচিব আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যাননি। পরে সিদ্ধান্ত নিয়ে এ ফল প্রকাশ করা হবে।

২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এ বিভাগের আরো খবর