ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই অনুষ্ঠান শুরু হয়। এর আগে গতকাল শুক্রবার খেলার মাঠেই সমাবর্তনের মহড়া হয়।
এতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, বিভিন্ন অনুষদের ডিন, সিনেট, সিন্ডেকেট ও একাডেমিক পরিষদের সদস্য এবং গ্র্যাজুয়েটরা অংশ নেন।
ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে অতিথি এবং গ্র্যাজুয়েটরা উপস্থিত হয়ে তাদের আসন গ্রহণ করেছেন।
এর আগে বেলা ১১টায় সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কনস্টিট্যুয়েন্ট কলেজের অধ্যক্ষ/ইনস্টিটিউটের পরিচালকরা কার্জন হলে উপস্থিত হন। সেখান থেকে শোভাযাত্রা সহকারে সবাই অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন।
সমাবর্তন ঘিরে গেল কয়েকদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সবাই পরিবার ও বন্ধুদের নিয়ে বিভিন্ন স্থানে ছবি তুলে শেষ স্মৃতিটুকু ধরের রাখার চেষ্টা করছেন।
বিশ্ববিদ্যালয়ের ৫৩তম এই সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ।
নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক জ্যাঁ তিরোল সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। তাকে সম্মানসূচক ডক্টর অফ ল ডিগ্রি প্রদান করা হবে।
এই সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৩০ হাজার ৩৪৮ গ্র্যাজুয়েট ও গবেষক রেজিস্ট্রেশন করেছেন। এদের মধ্যে ২২ হাজার ২৮৭ গ্র্যাজুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ভেন্যুতে এবং ৭ হাজার ৭৯৬ জন ঢাকা কলেজ ও ইডেন কলেজের ভেন্যুতে থাকবেন।
অনুষ্ঠানে ১৩১ জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ৯৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এমফিল ডিগ্রি দেয়া হবে।
অধিভুক্ত সাত কলেজের রেজিস্ট্রেশনকৃত গ্র্যাজুয়েটরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সমাবর্তনে অংশ নেবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা খেলার মাঠের সুইমিং পুলসংলগ্ন গেট দিয়ে সমাবর্তনস্থলে প্রবেশ করেন। তাদের জন্য সকাল সাড়ে ৯টায় গেট খোলা হয়েছে এবং তারা বেলা ১১টার মধ্যে সমাবর্তনস্থলে আসন গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে, অনুষ্ঠানস্থলে নিজ নিজ আসন গ্রহণ করার পর কোনোক্রমেই মঞ্চের আশপাশে ও অন্যান্য স্থানে ঘোরাফেরা করা যাবে না। মোবাইল ফোন, হাতব্যাগ, ব্রিফকেস, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস, ছাতা ও পানির বোতল নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ নিষেধ করা হয়েছে।
সমাবর্তন উপলক্ষে আগত ভিআইপি এবং আমন্ত্রিত অতিথিদের গাড়ি কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ভবন (কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন সায়েন্স এনেক্স ভবন) মাঠে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
অন্যান্য গাড়ি এসএম হল, জহুরুল হক হল, মুহসীন হলের মাঠ এবং ফুলার রোডে পার্কিং করার জন্য বলা হয়েছে।
সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিএসসি ক্রসিং থেকে দোয়েল চত্বর, হাইকোর্ট থেকে দোয়েল চত্বর এবং ঢাকা মেডিক্যাল কলেজ থেকে দোয়েল চত্বর পর্যন্ত গণপরিবহন চলাচল বন্ধ রাখতে পুলিশকে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সমাবর্তনের নিরাপত্তার স্বার্থে শাহবাগ থেকে টিএসসি-দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত রাস্তায় নির্মাণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, সমাবর্তন উপলক্ষে আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকছে।