দুই দফা দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষকরা।
বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই কর্মবিরতির ডাক দেয়। সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান জানান, রিজেন্ট বোর্ডে ইউজিসির পাঠানো অভিন্ন নীতিমালা অনুমোদন ও ক্যাম্পাসে আইসিটি পার্ক স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার সকাল থেকে ক্লাস বর্জন করেছেন শিক্ষকরা। বিশ্বদ্যালয়ের সব শ্রেণী কক্ষে তালা ঝোলানো রয়েছে। সব একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রেখেছেন শিক্ষকরা।
শিক্ষকদের কর্মবিরতির ফলে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। তবে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি কার্যক্রম এবং প্রথম বর্ষ আর্কিটেকচার বিভাগের ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রিজেন্ট বোর্ডে ইউজিসির পাঠানো অভিন্ন নীতিমালা অনুমোদন ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আইসিটি পার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণের প্রতিবাদে শিক্ষক সমিত মঙ্গলবার জরুরি সভা আহ্বান করে। ওই সভায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত নেয়া হয়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দাবি না মানা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকতে শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ কিউ এম মাহবুব জানান, শিক্ষকেরা সঙ্গে কোনো আলোচনা না করেই ধর্মঘটের ডাক দিয়েছেন। এটি বিধিসম্মতও নয়।