চলমান উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা প্রায় ২২ হাজার। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুপস্থিতির হার বেশি।
মাদ্রাসা বোর্ডে মঙ্গলবার অনুষ্ঠিত বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় শিক্ষার্থী অনুপস্থিতির হার ৫ দশমিক ৯৫ ভাগ, যা সোমবার বাংলা প্রথম পত্রে ছিল ৫ দশমিক ৪৭ ভাগ।
এই বোর্ডের আওতায় প্রথম দিনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৩ হাজার ২৫৫ জন। পরীক্ষায় অংশ নেন ৮৮ হাজার ১৫৩ জন। সে হিসাবে অনুপস্থিত ছিল ৫ হাজার ৯৯ জন পরীক্ষার্থী। আর দ্বিতীয় পত্রের পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা ৫ হাজার ৬৭ জন।
সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ২২ হাজার ২৪৭জন। আর বাংলা দ্বিতীয় পত্রে মোট অনুপস্থিত শিক্ষার্থী ২১ হাজার ৪৩ জন।
মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল মঙ্গলবার ১০ লাখ ৪৩ হাজার ৯৮১ জন। পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ২২ হাজার ৯৩৮ জন। সে হিসাবে অনুপস্থিতির হার ২ দশমিক ০২ ভাগ।
সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৫৮ হাজার ৮১৫ জন। অনুপস্থিত ছিল ১৫ হাজার ৯৭৬ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ৬৭ ভাগ।
সাধারণ শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল কুমিল্লা শিক্ষা বোর্ডে। এই বোর্ডে পরীক্ষার্থী ছিল ৮৬ হাজার ১৯০ জন। তাদের মধ্যে অনুপস্থিত ছিল ১ হাজার ৮৩৮ জন। অনুপস্থিতির হার ২ দশমিক ১৩ ভাগ।
এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে বহিষ্কার হয়েছে মোট ২৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের ১৫ জন।
এদিন কারিগরি বোর্ডের কোনো পরীক্ষা ছিল না। রুটিন অনুযায়ী পরবর্তী ইংরেজি প্রথম পত্র পরীক্ষা বৃহস্পতিবার হওয়ার কথা রয়েছে।