চট্টগ্রামের রাউজানে ৪০০ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শিল্প প্রশিক্ষণ নিয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের (সিইউবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) শিক্ষার্থীরা।
২০২২ সালের অক্টোবরে প্রথমবারের মতো চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে অনুষ্ঠিত ইইই আন্তর্জাতিক কার্নিভালের অংশ হিসেবে এই প্রশিক্ষণ নেয় সিইউবির শিক্ষার্থীরা।
সোমবার বিদ্যুৎকেন্দ্রে শিক্ষক ও শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান কেন্দ্রটির প্রধান প্রকৌশলী জসিম উদ্দিন ও অন্যান্য কর্মকর্তারা।
বিদ্যুৎকেন্দ্রের সম্মেলন কক্ষে কারিগরি অধিবেশন পরিচালনা করেন জসিম উদ্দিন। পরে শিক্ষার্থীদের বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সেক্টরে ঘুরে দেখানো হয়। দেয়া হয় হাতে কলমে প্রশিক্ষণ। প্রশিক্ষণটি পরিচালনা করেন সহকারী প্রধান প্রকৌশলী আফরোজা আক্তার এবং নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান।
এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা বিদ্যুৎ উৎপাদন, ট্রান্সমিশন, অপারেশন এবং রক্ষণাবেক্ষণের কাজ দেখার সুযোগ পেয়েছে, যা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সরাসরি প্রাসঙ্গিক।
সিইউবির ইইই বিভাগের শিক্ষার্থীদের বিদ্যুৎকেন্দ্রের টারবাইন কীভাবে কাজ করে সেটিই দেখাচ্ছেন এক কর্মকর্তা
গ্যাস পাওয়ার স্টেশনের কাজের নীতি, চক্রের বর্ণনা, প্রাথমিক এবং সহায়ক সরঞ্জামগুলোর কার্যকারিতাও দেখানো হয় শিক্ষার্থীদের।
এরপর ছাত্রদের জেনারেটর-টারবাইন ইউনিট এবং পাওয়ার স্টেশনের সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ কেন্দ্র পরিদর্শনে নিয়ে যাওয়া হয়।
তাদের কুলিং সিস্টেম, ইকোনোমাইজার, সুপারহিটার, রি-হিটার, সুরক্ষা ডিভাইস, সুইচগিয়ার সুবিধা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
বিদ্যুৎকেন্দ্রের স্টেশনেও ঘুরে তার কাজ দেখানো হয় সিইউবির শিক্ষার্থীদের
কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ইইই বিভাগের প্রধান ও কার্নিভাল চেয়ার প্রফেসর ড. এমডি শাহরুখ আদনান খান শিক্ষার্থীদের এমন সুযোগ দেয়ায় বাংলাদেশ রাউজান পাওয়ার প্ল্যান্টের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান।
এই শিল্প প্রশিক্ষণের অনুমোদন ও সহায়তার জন্য ইনকিউবেটরের পরিচালক এবং চুয়েটের ডিন অধ্যাপক মশিউল হকের প্রতি কৃতজ্ঞতা জানান শাহরুখ আদনান খান।
এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল অনলাইন সংবাদমাধ্যম নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ও জাতীয় সংবাদপত্র দৈনিক বাংলা।