ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মধ্যরাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. নাজমুল আলম ওরফে জিম। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। থাকেন মাস্টারদা সূর্য সেন হলে। তিনি সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি মারিয়াম সোহানের অনুসারী বলে জানা গেছে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ অক্টোবর মধ্যরাতের পর রাজু ভাস্কর্যে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সঙ্গে 'আইন ও শৃঙ্খলাপরিপন্থি অশোভন' আচরণ করায় এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
কেন তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- এই মর্মে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
৩১ অক্টোবর মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে দুজন বন্ধুর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে রাজু ভাস্কর্যের সামনে ছবি তুলছিলেন ওই শিক্ষার্থী। হঠাৎ ছাত্রলীগের কর্মী নাজমুল আলম তার এক বন্ধুকে নিয়ে তাদের কাছে এত রাতে ক্যাম্পাসে আসার কারণ জানতে চান। তারা ছবি তুলছিলেন জানালে নানা ধরনের প্রশ্ন করা হয়।
কথা-কাটাকাটির একপর্যায়ে ওই শিক্ষার্থী নাজমুলকে থাপ্পড় দিলে নাজমুলও ওই শিক্ষার্থীর হাতে থাকা আইফোন ছিনিয়ে নিয়ে তাকে পরপর তিনটি চড় মারেন। পরে ঘটনাস্থলেই সেই আইফোনটি ফেরত দেয়া হয়।
থাপ্পড় মারার কারণ সম্পর্কে সে সময় শিক্ষার্থী বলেছিলেন, নাজমুল তার সঙ্গে 'অশালীন' আচরণ করেছেন। তাই তিনি থাপ্পড় দিয়েছেন।