গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)-এর প্রথম উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন।
শনিবার সকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নিয়ে তিনি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মোহাম্মদ লুৎফর রহমান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-এর বিশিষ্ট অধ্যাপকগণ তার সঙ্গে উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও জাতির পিতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন উপাচার্য কাজী সাইফুদ্দীন।
রাষ্ট্রপতি ও বশেমুরবিপ্রবিপি-এর চ্যান্সেলর মো. আবদুল হামিদ ১৮ সেপ্টেম্বর এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীনকে এই পদে নিয়োগ দেন।
অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও মনোবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে রয়েছেন।