বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মান যাচাই নম্বর দিয়ে নয়: শিক্ষামন্ত্রী

  •    
  • ২৭ অক্টোবর, ২০২২ ১৪:৩৩

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘আমার শিক্ষার্থী কত নম্বর পেল সেটা দিয়ে মান যাচাই করা ঠিক না। শুধু নম্বর দিয়ে মান যাচাই করা যাবে না। এখানে নম্বর মূল বিষয় না। সে আসলে কতটা শিখল, কতটা মানুষ হলো, মূল্যবোধ নিয়ে মানুষ হলো সেটা বিবেচ্য বিষয়।’

শিক্ষার্থীদের মান শুধু পরীক্ষার নম্বর দিয়ে যাচাই না করার অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার ওসমানী মিলনায়তনে দেশে প্রথমবারের মতো সরকারিভাবে আয়োজিত শিক্ষক দিবসের সভায় মন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমার শিক্ষার্থী কত নম্বর পেল সেটা দিয়ে মান যাচাই করা ঠিক না। শুধু নম্বর দিয়ে মান যাচাই করা যাবে না। এখানে নম্বর মূল বিষয় না। সে আসলে কতটা শিখল, কতটা মানুষ হলো, মূল্যবোধ নিয়ে মানুষ হলো সেটা বিবেচ্য বিষয়।’

মন্ত্রী বলেন, ‘আমাদের নতুন শিক্ষাক্রম সেইভাবেই তৈরি করছি। হয়তো আমরা সকল শিক্ষকের মতামত নিতে পারিনি কিন্তু সেখানে সবাই ছিলেন। সবাই শিক্ষক।

শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে চাপ দেয়া যাবে না উল্লেখ করে বলেন, ‘প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের শক্তি জোগানোর ক্ষেত্রে বিশেষ করে শারীরিক, মানসিকভাবে সাহায্য করতে হবে। তা না হলে সে সেই ভার নিতে পারবে না। চরম সময়ে আত্মহননের পথ বেছে নেয়। আমরা চাই না কোনো শিক্ষার্থী যেন এমন পথ বেছে নেয়। সেখানে শিক্ষকের দায়িত্ব আছে।

মন্ত্রী জানান, ২০০৬ সালে গোটা দেশের (জাতীয়) বাজেটের চেয়ে এখন শিক্ষা বাজেট বেশি। শিক্ষার সব ক্ষেত্রে কাজ চলছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ আমরা শিক্ষক দিবস পালন করছি, এখানে আমরা সবাই যুক্ত হয়েছি। আমি সবাইকে সম্মান জানাই। আমাদের মুক্তিযুদ্ধে আত্মদানকারী সর্বোচ্চসংখ্যক ছিলেন শিক্ষক ও শিক্ষাবিদ।’

তিনি বলেন, ‘আমরা জানি যে মা হচ্ছে আমাদের প্রথম শিক্ষক। জন্মানোর পরে যার কাছ থেকে সব থেকে বেশি শিক্ষা পেয়ে থাকি। মাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। মা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মা যেমন গর্ভধারিণী তেমন মা আমার দেশ, ভাষা তেমনি মা।’

তিনি বলেন, ‘মায়ের হাতে ধরে বা বাবার হাত ধরে হাঁটতে শেখার পর জীবনের একটা লম্বা সময় পর্যন্ত আমাদের যিনি তৈরি করে দেন তারা আমাদের শিক্ষক। আমাদের মানুষ হতে শেখান, মন তৈরি করে দেন, স্বপ্ন বাস্তবায়নে সঙ্গে থাকেন। পুরো জীবন তৈরি করে দেন।’

নিজে শিক্ষকের সন্তান উল্লেখ করে তিনি বলেন, ‘এর জন্য আমি অত্যন্ত গর্বিত। বিশ্ব শিক্ষক দিবসে আমিও সবার মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু কথা লিখেছি কয়েকজনের উদ্ধৃতি দিয়ে।’

মন্ত্রী বলেন, ‘আমাদের অনুপ্রেরণা জোগাবেন তেমন শিক্ষক চাই। আমাদের সেই শিক্ষক আছেন। তারা আছেন বলেন দেশে এত যোগ্য মানুষ তৈরি হচ্ছে। আর আমাদের মহান শিক্ষক ছিলেন, আমরা যারা রাজনীতি করি, যার আদর্শে চলি তিনি জাতির পিতা।’

মন্ত্রী বলন, 'আমরা সবাই শিখি। শেখাটা ৩৬০ ডিগ্রি। সবার কাছ থেকে শিখব সেই মানসিকতাটা যেন আমাদের থাকে।

আমরা আমাদের শিক্ষাব্যবস্থার যে //আপদগুলো ছিল তা দূর করার চেষ্টা করেছি। তার মধ্যে একটা ছিল প্রশ্ন ফাঁস। সেটা বন্ধ হয়েছে। তারপরেও দুই একটা জায়গায় যেখানে চেষ্টা হয় সেখানে কোনো একজন বা কয়েকজন জড়িত থাকেন।'

মন্ত্রী শিক্ষকের জড়িত থাকা নিয়ে বলেন, 'আমরা যদি দেখি সেখানে কেউ শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত তারা কিন্তু সমস্ত শিক্ষক সমাজের প্রতিনিধিত্ব করে না, তবে সমগ্র শিক্ষক সমাজের মধ্যে এমন এক-দুইজন করলে দায় সবাইকে নিতে হয়।’

তিনি নকল নিয়ে বলেন, 'আমরা চাই সব শিক্ষাপ্রতিষ্ঠানে নকলমুক্ত পরীক্ষা হবে। যদি শিক্ষক মনে করেন তাহলে সেটা হবে। আমাদের সেই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে।'

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, শিক্ষাকে ভালোবাসা দিয়ে দেখতে হবে। আমি মনে করি এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কথা হতেই পারে না। আমার যোগ্যতা, দক্ষতা, পদ-পদবি, বেতন গ্রেড যদি থাকে তাহলে কিছু হবে না যদি মানুষের জন্য মমতা না থাকে, শিক্ষার্থীর জন্য প্রেম না থাকে।’

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হোসেন চৌধুরী বলেন, ‘এখন আমাদের শিক্ষা খাতের যে বাজেট তা প্রায় ২০০৮ সালের বাজেটের সমান ছিল। এখন বিনিয়োগ হচ্ছে। এর সুফল আমরা পাব। অনেকেই অনেক ধরনের সমালোচনা করেন আমরা সেগুলো শুনি ও সম্মান করি।’

এ বিভাগের আরো খবর