বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক চর্চা চান শিক্ষামন্ত্রী

  •    
  • ১৪ অক্টোবর, ২০২২ ১৭:৪৮

‘বাংলাদেশে বিতর্ক চর্চার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। যেখানে বিতর্ক চর্চা আছে সেখানে আরও ভালো করতে চাই। আর যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে নেই সেখানে শুরু করতে চাই।’

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করতে চান শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেছেন, ‘বাংলাদেশে বিতর্ক চর্চার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। যেখানে বিতর্ক চর্চা আছে সেখানে আরও ভালো করতে চাই। আর যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে নেই সেখানে শুরু করতে চাই।’

শুক্রবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে মুক্তচিন্তা ও যুক্তিবাদী মানুষ হিসেবে তৈরি করতে হবে। বিতর্ক চর্চা মানুষকে যুক্তিবাদী হতে শেখায়। যেকোনো বিষয় নিয়ে পড়াশোনা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বাইরেও এর প্রসারতা ও গভীরতা অনেক। বিতর্ক চর্চা পরমতসহিষ্ণ হতে শেখায়।’

চাঁদপুরে জাতীয় বিতর্ক উৎসবে দেশের দুই হাজার বিতার্কিক ও বির্তক অনুরাগী অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ডা. আবদুন নূর তুষার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. অসিত বরণ দাশ, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন।

এ বিভাগের আরো খবর