বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের ছুরি দেখিয়ে পালিয়েছে ‘চোর’

  •    
  • ৯ অক্টোবর, ২০২২ ১১:২৭

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি নিউজবাংলাকে বলেন, ‘চোর বস্তায় করে মালামাল নিয়ে যাওয়ার সময় নিরাপত্তাকর্মীরা টের পায়। তখন তাকে ধরতে গেলে ছুরি দেখিয়ে পালিয়ে যায় সে। বস্তা নিয়ে যেতে পারেনি। তবে তার আগে কিছু নিয়েছে কি না তা বিশ্ববিদ্যালয় খুললে সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের নিয়ে দেখা হবে।’

মাত্র কয়েক দিনের ব্যবধানে একই কায়দায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আবারও চুরির ঘটনা ঘটেছে। চুরির পর ব্যাগ নিয়ে পালানোর সময় একজনকে ধরতে এগিয়ে গিয়েছিলেন নিরাপত্তাকর্মীরা; তবে ছুরি দেখানোয় তাকে আর ধরা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর ও ছাত্রী কমনরুমে শনিবারের এ ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তার ধারণা, বন্ধ ক্যাম্পাসে কেউ নেই, এই ধারণা থেকে হয়তো কেউ চুরি করতে এসেছিল।

তিনি বলেন, ‘চোর বস্তায় করে মালামাল নিয়ে যাওয়ার সময় নিরাপত্তাকর্মীরা টের পায়। তখন তাকে ধরতে গেলে ছুরি দেখিয়ে পালিয়ে যায় সে। বস্তা নিয়ে যেতে পারেনি। তবে তার আগে কিছু নিয়েছে কি না তা বিশ্ববিদ্যালয় খুললে সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের নিয়ে দেখা হবে।’

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের যন্ত্রাংশের আলমারির দরজা ভাঙা। পাশের দুটি সিসি ক্যামেরা অন্যদিকে ঘুরানো ও একটি খুলে ঝুলে আছে। এ ছাড়া ছাত্রী কমনরুমের পানির স্টিলের কল খুলে নিয়ে যাওয়া হয়েছে। কমনরুমের তালা ভাঙা, পাশের গ্রিল ভাঙা।

ক্যাম্পাসে বারবার চুরির ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরপ্রধানরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতদের অবহেলাকে দুষছেন। ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থাকে জোরদারের দাবি জানান তারা।

চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক বলেন, ‘চুরির ঘটনা শুনে সন্ধ্যায় ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছি। গাড়ির যন্ত্রাংশের আলমারি ভাঙা পেয়েছি। সিসি ক্যামেরা উল্টানো। আরেকটি সোজা আছে। সেটির ফুটেজ দেখলে বোঝা যাবে হয়তো। বিষয়টি উপাচার্যকে জানিয়েছি। কর্তৃপক্ষের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল বলেন, ‘ঘটনা নিরাপত্তাকর্মীদের কাছ থেকে শুনেছি। বিষয়টি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে গত ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে কাচের দরজা ভেঙে চুরি করা হয়। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি ও থানায় একটি মামলা হয়েছিল।

তবে এ চুরির এখনো কোনো হদিস মেলেনি। দেয়া হয়নি তদন্ত প্রতিবেদনও। যান্ত্রিক ত্রুটির কারণে সেই ঘটনায় পাওয়া যায়নি সিসিটিভি ফুটেজ।

এ বিভাগের আরো খবর