বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অবসরে গিয়ে বাগান করবেন শিক্ষামন্ত্রী

  •    
  • ৭ অক্টোবর, ২০২২ ২১:০৬

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী বছর থেকে নতুন যে শিক্ষাক্রম চালু হবে ষষ্ট ও সপ্তম শ্রেণিতে এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে, সেই শিক্ষাক্রমে আমরা সব কিছু করে শেখার জায়গাটায় নিয়ে যাচ্ছি।’

অবসর জীবনে বাগান করার ইচ্ছা আছে শিক্ষামন্ত্রী দীপু মনির। নিজের এক আত্মীয়ের সঙ্গে বাগান করার যৌথ উদ্যোগ আছে বলেও জানান তিনি।

রাজধানীর ধানমন্ডির ডাব্লিউভিএ মিলনায়তনে শুক্রবার রেডিয়েন্ট বনসাই সোসাইটি আয়োজিত ‘১২তম বার্ষিক বনসাই প্রদর্শনী’ উদ্বোধনে মন্ত্রী তার এই ইচ্ছার কথা জানান।

এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় প্রত্যেককে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

সারা দেশে এখন গাছ লাগানোর একটা চর্চা হচ্ছে জানিয়ে দীপু মনি বলেন, ‘আমার নিজেরও বাগানের ভীষণ সখ, অসম্ভব রকমের সখ আছে। আমার একটি যৌথ উদ্যোগ আছে।

‘আমার এক আত্মীয়ের সঙ্গে। তিনি তার যত্ন নেন, আর আমি ওটার প্রসংশা করি, আপতত এই অবস্থায় আছে। যদি অবসরে যাওয়ার সুযোগ হয় এবং তখনও বেঁচে থাকি তাহলে হয়ত নিজে যত্ন নিতে পারব।’

তাকে সম্মান জানানোর জন্য কোনো উপহার দেয়ার দরকার নেই উল্লেখ করে বলেন, ‘যদি আমাকে কিছু দিতেই হয় তাহলে আমাকে একটি বই দেবেন, না হয় একটি ছোট গাছ দেবেন। ছোট বলে বিপদে পড়ে গেছি। যেখানে যাই বনসাই দিয়ে দেয়। এখন বনসাই দিলে তো অনেক দাম। পরে বলেছি গাছ দিলে ৫০/১০০ টাকার যেকোনো একটি গাছ দেবেন। কিছু দিন আমি যত্ন নেব, তারপর বড় হয়ে গেলে কোথাও লাগিয়ে দেব।’

পরিবশে রক্ষা ও শিক্ষার্থীর দায়িত্ববোধ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী বছর থেকে নতুন যে শিক্ষাক্রম চালু হবে ষষ্ট ও সপ্তম শ্রেণিতে এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে, সেই শিক্ষাক্রমে আমরা সব কিছু করে শেখার জায়গাটায় নিয়ে যাচ্ছি।’

২০১৯ সালে একটি প্রকল্প নেয়া হয়েছিল জানিয়ে দীপু মনি বলেন, ‘একটি প্রকল্প ছিল গাছ লাগানো। তার বাইরেও আমরা বলেছিলাম প্রত্যেক শিক্ষার্থী একটি করে গাছ লাগাবে। যত্ন নেয়া এবং দায়িত্ববোধ তৈরি করার জন্য অন্য একটি জীবনের প্রতি দায়িত্ববোধ নিয়ে কাজ করা শেখানোর জন্য সেই প্রকল্পটা শুরু করা হয়েছিল।’

এ বিভাগের আরো খবর