বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘লিটু স্যার আমার সঙ্গে যেটা করলেন তা মাস্তানি’

  •    
  • ২৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:১০

শিক্ষার্থী আরমানুল হক বলেন, ‘সহকারী প্রক্টর মাহবুবুর রহমান লিটু স্যার আমার সঙ্গে যে আচরণ করেছেন তা শুধু আমার সঙ্গে হলো তা নয়, প্রতিদিন কোনো না কোনো শিক্ষার্থী এ রকম শিক্ষকদের দ্বারা হুমকির শিকার হচ্ছেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ‘স্যার’ সম্বোধন না করায় এক শিক্ষার্থীকে তুই-তুকারি করা এবং তার দিকে তেড়ে যাওয়ার ঘটনায় সেই সহকারী প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

শুক্রবার রাজু ভাস্কর্যে একাই অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরমানুল হক।

আরমান বলেন, ‘প্রক্টরদের দায়িত্ব ক্যাম্পাসের মধ্যে প্রতিটি জীবের নিরাপত্তা দেয়া। কিন্তু সহকারী প্রক্টর মাহবুবুর রহমান লিটু স্যার যেটা করলেন তা স্রেফ মাস্তানি ছাড়া কিছুই নয়।’

আরও পড়ুন: উপাচার্যকে ‘স্যার’ সম্বোধন না করায়…

এ সময় তিনি ‘লাঞ্ছনাকারী শিক্ষক মাহবুবুর রহমানের সহকারী প্রক্টর পদ থেকে অপসারণ চাই’ লেখাসংবলিত প্ল্যাকার্ডও প্রদর্শন করেন।

আরমান বলেন, ‘প্রক্টরদের দায়িত্ব আমাদের নিরাপত্তা দেয়া। কিন্তু আমাদের প্রক্টরিয়াল টিম, প্রক্টরিয়াল বডিকে আমাদের নিরাপত্তায় না পেলেও কখনও কোনো শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকে, তখন তারা অতি সক্রিয় ভূমিকা রাখে।

‘সহকারী প্রক্টর মাহবুবুর রহমান লিটু স্যার আমার সঙ্গে যে আচরণ করেছেন তা শুধু আমার সঙ্গে হলো তা নয়, প্রতিদিন কোনো না কোনো শিক্ষার্থী এ রকম শিক্ষকদের দ্বারা হুমকির শিকার হচ্ছেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে বুধবার শিক্ষার্থী আরমানুল হককে শাসাচ্ছেন সহকারী প্রক্টর ড. মো. মাহাবুবুল রহমান। ছবি: নিউজবাংলা

আরমান বলেন, ‘আমার হাতে থাপ্পড় দেয়া, তুই-তুকারি করার প্রতিবাদ না করলে এসব শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করেই যাবে। তাই এসবের বিরুদ্ধে কথা বলতে হবে নিজ নিজ অবস্থান থেকে।’

আরমান হোসেন আরও বলেন, প্রক্টরিয়াল টিম আমার গায়ে যখন হাত দিল, তখন পা কাঁপছিল লজ্জায়, ক্ষোভে। এই ক্যাম্পাসে ভারী যানবাহনের যাতায়াত, নারী নিপীড়ন, ছিনতাই, চুরি, মাদকাসক্তদের আড্ডাসহ কোনো অপরাধই তারা থামাতে পারে না, শুধু একটা কাজই পারে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন শক্ত হাতে দমন করতে।’

তিনি সহকারী প্রক্টর মাহবুবুর রহমান লিটুকে বহিষ্কারের দাবি জানান।

এ বিভাগের আরো খবর