ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে ঘুমের মধ্যেই মারা গেছেন এক শিক্ষার্থী।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া অমিত সরকার বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন।
তিনি থাকতেন জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভবনের ৪০১১ নম্বর কক্ষে। তার গ্রামের বাড়ি যশোর।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল শাহ অমিতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জলজ্যান্ত একটা ছাত্র। রাতের বেলা ঘুমিয়েছে। সকালে যখন বন্ধুরা ডাকে তখন আর রেসপন্স করে না। এরপর ডাক্তার এসে দেখে সে মারা গেছে। আমরা এখন ঢাকা মেডিক্যালে আছি।’
মিহির লাল বলেন, ‘তাদের বাড়ি যশোর। তার পরিবারকে আমরা জানিয়েছি। তবে এখনো কেউ আসেনি। তার বোনের হাসবেন্ড আসছে।’
অমিতের রুমমেট সজিব মিত্র বলেন, ‘অমিত রাতে অনেক দেরি করে ঘুমাতেন এবং দেরি করে ঘুম থেকে উঠতেন। গত রাতেও দেড়টা পর্যন্ত মোবাইলে ছিলেন তিনি।
‘সকাল সাড়ে ১০টার দিকে অমিতকে ডাকতে গেলে তার শরীর ঠাণ্ডা অনুভূত হয়। এরপর তাকে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। মেডিক্যালে নেয়া হলে চিকিৎসক অমিতকে মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহাবাগ থানা জানে।’