কিশোরগঞ্জের হোসেনপুরের একটি কেন্দ্রে নির্ধারিত সময় শেষ হওয়ার আধা ঘণ্টা আগেই এসএসসি পরীক্ষার্থীদের খাতা তুলে নিয়েছেন শিক্ষকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে আধা ঘণ্টা সময় বের করে ফের নেয়া হয় পরীক্ষা।
উপজেলার হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার প্রথম দিনেই এমন পরিস্থিতিতে পড়েন শিক্ষার্থীরা।
উপজেলা পরীক্ষা কমিটির সভাপতি ও হোসেনপুরের ইউএনও রাবেয়া পারভেজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এমন ঘটনার খবর পেয়ে সেখানে যাই। পরে সেখানে বসেই বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বাড়তি আধা ঘণ্টা পরীক্ষার ব্যবস্থা করেছি।’
কেন এমন ঘটনা ঘটল? ইউএনও জানান, কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকদের ভুল বোঝাবুঝির কারণে এমন হয়েছে।
তিনি বলেন, ‘শিক্ষকদের জন্য দেয়া পরীক্ষার নির্দেশনা কপিতে একটি বিষয় এমন ছিল যে, ২ ঘণ্টার পরীক্ষা ১ ঘণ্টা ৩০ মিনিটে এবং ৩ ঘণ্টার পরীক্ষা ২ ঘণ্টা সময়ে অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‘এই নির্দেশনার বিষয়টি ভুল বুঝে প্রশ্নপত্রে দেয়া সময়ের চেয়ে আধা ঘণ্টা আগেই শিক্ষকরা সবার খাতা নিয়ে নেন।’
ইউএনও জানান, এ ঘটনায় কেন্দ্রের তিনজন হল সুপারকে অব্যাহতি দিয়ে নতুন তিনজনকে যুক্ত করা হয়েছে। ঘটনাটি তদন্তও করা হচ্ছে। কারও কোনো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে যোগাযোগ করতে কেন্দ্র সচিব কাজী আছমা বেগমকে কল করা হলে- ‘ওটা ভুল বোঝাবুঝি ছিল’ বলেই ফোন কেটে দেন।