দুই দফা পেছানোর পর আজ বেলা ১১টা থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের আধাঘণ্টা আগে প্রবেশের নির্দেশনা থাকলেও সাড়ে ১০টার পর কেন্দ্রে ঢুকতে দেখা গেছে অনেক শিক্ষার্থীকে।
এমনকি ১১টা এবং ১১টা ৮ মিনিটেও দুজন শিক্ষার্থীকে একটি কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে।
বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে এই চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, সাড়ে ১০টার পর যেসব শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করছে, তাদের তথ্য লিখে রাখছেন গেটে দায়িত্বরত পুলিশ সদস্য এবং কলেজের নিরাপত্তা কর্মীরা।
এই তালিকা থেকে দেখা যায়, সাড়ে ১০টা থেকে ১০টা ৫৯ মিনিট পর্যন্ত এই কেন্দ্রে প্রবেশ করেছে ২৮ জন শিক্ষার্থী। আর ১১টায় একজন শিক্ষার্থী এবং অন্য শিক্ষার্থী ১১টা ৮ মিনিটে প্রবেশ করেছে।
দেরিতে প্রবেশের কারণ সম্পর্কে প্রায় সব অভিভাবকই যানজটের কথা বলছেন বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।
তবে বেলা ১১টায় প্রবেশ করা এক পরীক্ষার্থীর মা আমেনা বেগম বলেন, ‘আমার বাসা কামরাঙ্গীর চর। বাসা থেকে বের হয়েছি সাড়ে ১০টায়। তাই আসতে দেরি হয়েছে।’
দেরিতে প্রবেশ করতে দেওয়ার বিষয়ে লালবাগ থানা পুলিশের উপপরিদর্শক সুব্রত বলেন, ‘এটা এসএসসি পরীক্ষা। সারা জীবনের বিষয়। জ্যামের (যানজট) কারণে কিছু শিক্ষার্থীর পাঁচ-দশ মিনিট দেরি হতে পারে। তাদের আমরা স্যারদের অনুমতি নিয়ে প্রবেশের সুযোগ দিচ্ছি। কেন্দ্র সচিব স্যারের পক্ষ থেকে আমাদের ১১টা ১০ মিনিট পর্যন্ত প্রবেশের সুযোগ দিতে বলা হয়েছে। তবে এরপর যদি কোনো শিক্ষার্থী আসে তখন কেন্দ্র সচিবের সঙ্গে কথা বলে কী ব্যবস্থা নেয়া যায় সেটা দেখা যাবে।’
এই উপপরিদর্শক আরও বলেন, ‘যারা দেরি করে আসছে, তাদের আমরা নাম, রেজিস্ট্রেশন নম্বর আর রোল নম্বর লিখে রাখছি। পরবর্তী সময়ে তাদের নিয়ে কী করা হবে সেটা কেন্দ্র সচিব স্যারই জানেন।’