দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণের সময় শেষ হয়েছে। ফল পুনর্নিরীক্ষার জন্য ১ হাজার ২২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
গুচ্ছভুক্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এ তথ্য জানিয়েছেন।
ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়েছিল ৩০ আগস্ট, যা শেষ হয় ৪ সেপ্টেম্বর রাতে।
উপাচার্য নাছিম আখতার বলেন, ‘ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেছেন ১ হাজার ২২ জন শিক্ষার্থী। আজ থেকেই ওএমআর শিট (উত্তরপত্র) দেখা শুরু হবে। উত্তরপত্র দেখা শেষে আগামী ৭ সেপ্টেম্বর মিটিংয়ে বসবেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যরা। এরপর ফলের বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
পরীক্ষার খাতায় বিভিন্ন ত্রুটির কারণে গুচ্ছের ‘এ’ ইউনিটের ১ হাজার ৫৫১ জনের, ‘বি’ ইউনিটে ৪৮ জনের এবং ‘সি’ ইউনিটে ৩৬ জনের খাতা বাতিল করা হয়।
এর আগে গত ৩০ জুলাই বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো হয় গুচ্ছ ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটে পাসের হার ৫৫.৬৩ শতাংশ, ‘বি’ ইউনিটে পাসের হার ৫৬.২৬ শতাংশ এবং ‘সি’ ইউনিটে পাসের হার ৫৯.৪৫ শতাংশ।