বরিশাল নগরীর ৯৪ নম্বর দক্ষিণ সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আক্তার। স্কুলটিতে ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি যোগ দিয়েছেন তিনি। তবে তার পর থেকেই স্কুলে অনুপস্থিত থেকেছেন এই শিক্ষক।
স্কুল পরিদর্শনে গিয়ে এর প্রমাণও পেয়েছেন সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা সাবিনা আক্তার। দেখতে পান সালমা আক্তারের বদলে ক্লাস নিচ্ছেন এক যুবক। এরপর স্কুলটির প্রধান শিক্ষক ইমরানা জাহান ও সহকারী শিক্ষক সালমা আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেন তিনি।
এরপরই উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাবিনাকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে এবং বিষয়টি সেখানেই শেষ করে দিতে বলেন সালমা আক্তারের স্বামী নগরীরে ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার। অন্যথায় পরিবারসহ ওই কর্মকর্তাকে হত্যার হুমকির অভিযোগ ওঠে এনামুল হকের বিরুদ্ধে।
অবশ্য প্রাণনাশের হুমকির বিষয়টি অস্বীকার করেছেন এনামুল হক। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এসব অভিযোগ তোলা হচ্ছে তার বিরুদ্ধে।
অন্যদিকে অভিযুক্ত শিক্ষক সালমা বলছেন, শিক্ষা কর্মকর্তা অন্য কোনো মাধ্যমে প্রভাবিত হয়ে তাকে ভোগান্তিতে ফেলছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শিক্ষা কর্মকর্তা সাবিনা আক্তার অভিযোগ নিয়ে প্রতিবেদন জমা দিয়েছেন।
প্রতিবেদন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট দক্ষিণ সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের দিকে পরিদর্শনে যান সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাবিনা আক্তার। সে সময় দ্বিতীয় শ্রেণির কক্ষে শিক্ষার্থীদের হই-হুল্লোড়ের শব্দ শুনে সেখানে গিয়ে দেখেন এক যুবক ক্লাস নিচ্ছেন। সে সময় ওই যুবক আবুল হোসেন জানান, তিনি সে স্কুলের শিক্ষক নন, তবে সহকারী শিক্ষক সালমা আক্তারের পরিবর্তে ক্লাস নিচ্ছেন। পরে অফিসে গিয়ে ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি সালমা আক্তারের ওই স্কুলে যোগ দেয়ার বিষয়টি জানতে পারেন শিক্ষা কর্মকর্তা।
প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি, ১০ এপ্রিল, ২৪ জুলাই ও ৩ সেপ্টেম্বর বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে সালমা আক্তারকে পাননি। পরে হাজিরা খাতায় সে দিনগুলোতে নৈমিত্তিক ছুটিতে ছিলেন বলে উল্লেখ করেন সালমা।
বলা হয়, যেদিন যেদিন শিক্ষা কর্মকর্তা স্কুল পরিদর্শনে গেছেন, সেসব দিনে তিনি শুধু ছুটিতে থেকেছেন বলে দেখিয়েছেন। বিষয়টি তার পরিবর্তে ক্লাস নেয়া যুবক আবুল হোসেন মৌখিকভাবে স্বীকার করলেও লিখিত দেয়ার কথা বলে স্কুল থেকে পালিয়ে যান।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জানান, কয়েক বছর থেকে স্কুলে থাকলেও সহকারী শিক্ষক সালমা আক্তারকে স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা চেনেনই না বলে জানান।
বিষয়টি দুই শ্রেণির ৩৩ শিক্ষার্থী লিখিতভাবে শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগও করেছেন।
ইউএনওর কাছে দেয়া প্রতিবেদনে বলা হয়, পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরানা জাহান, সহকারী শিক্ষক আবুয়াল হোসেন, রেহানা আক্তার, গোলাম মোস্তফা, পারভীন আক্তার মনি ও তাসরিন জাহান ২ আগস্টই সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাবিনা আক্তারের কাছে প্রত্যয়নপত্র দেন। সেখানে সালমা আক্তারের পরিবর্তে জনৈক এক ব্যক্তি শ্রেণি কার্যক্রম পরিচালনা করছেন বলে বলা হয়। ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডিপিইএড প্রশিক্ষণে অংশ নেয়া শেষে ২০২২ সালের জানুয়ারি মাসে বিদ্যালয়ে যোগ দেয়ার কথা থাকলেও করেননি। এখনও ওই ব্যক্তি শ্রেণি কার্যক্রম পরিচালনা করছেন, যা সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিজে গিয়ে দেখেছেন।
সালমা আক্তারের বিষয়ে অভিযোগ প্রমাণের পর স্কুলে যান তার স্বামী কাউন্সিলর এনামুল হক বাহার। সেখানেই তিনি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাবিনা আক্তারকে হুমকি দেন বলে অভিযোগ করেন।
বরিশাল সদর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দেয়া চিঠিতে সাবিনা আক্তার অভিযোগ করেছেন, ২৯ আগস্ট দক্ষিণ সাগরদী প্রাথমিক বিদ্যালয়ে করোনার টিকা কার্যক্রম পরিদর্শনে গেলে তার সঙ্গে স্কুলের সভাপতি ও সালমা আক্তারের স্বামী অশালীন আচরণ করেন, অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং পরিবারসহ প্রাণনাশের হুমকি দেন।
সাবিনা আক্তার নিউজবাংলাকে বলেন, ‘অনিয়ম ধরে ব্যবস্থা নিতে বলায় আমাকে ও আমার পরিবারকে গাড়িচাপা দিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছেন এনামুল হক বাহার। আমি এখন পরিবার ও নিজের নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছি।’
অভিযুক্ত সহকারী শিক্ষক সালমা আক্তার নিউজবাংলার কাছে দাবি করেন, তাকে কেউ সালমা নামে চেনেন না, সবাই চেনে সাথী নামে। তাই হয়তো শিক্ষার্থীরা তাকে চিনতে পারেনি।
তিনি বলেন, আমি তিন মাসের ছুটিতে ছিলাম। চলতি বছর মার্চে যোগ দিয়েছি। তারপর প্রতিদিনই ক্লাস নেই। তবে ২ আগস্ট আমার মেয়ে অসুস্থ থাকায় আমি আসতে পারিনি। বিষয়টি প্রধান শিক্ষককে অবহিত করি।’
তবে তার অবর্তমানে কেউ তার হয়ে পাঠদান করান না বলেও দাবি করেন তিনি।
আবুল হোসেন ম্যানেজিং কমিটির মৌখিক অনুমতি নিয়ে অভিজ্ঞতা বৃদ্ধি করতে ক্লাস নেন বলে দাবি করেন সালমা আক্তার।
তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যত অভিযোগ, সবই রাজনৈতিক উদ্দেশে করা হয়েছে। আর আমাকে যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল, তার জবাব দিয়েছি।’
কারণ দর্শানোর নোটিশে স্কুলের প্রধান শিক্ষক ইমরানা জাহান উল্লেখ করেন, ‘সহকারী শিক্ষক সালমা আক্তার ২০১৮ সালে এই বিদ্যালয়ে যোগদান করে যথাযথভাবে দায়িত্ব পালন করছেন।’
বিষয়টি জানতে প্রধান শিক্ষককে ফোন করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
হুমকির অভিযোগ সম্পর্কে সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সহকারী শিক্ষক সালমা আক্তারের স্বামী এনামুল হক বাহার বলেন, ‘উনি (শিক্ষা কর্তকর্তা) এসব ফাও কথা বলতেছেন। ওনার হয়তো কোনো আত্মীয়-স্বজনের লগে আমার ঝামেলা আছে, সেইটার ফায়দা লোটা অথবা রাজনৈতিক ষড়যন্ত্র করা হইতেছে আমার বিরুদ্ধে।
‘ওনার সাথে আমার কোনো কথা-কাটাকাটিই হয় নাই। আমি ওনাকে বলছিলাম, আমার ওয়াইফ অসুস্থ থাকায় আসতে পারে নাই। তখন উনি আমারে বলেন, আল্লাহর কাছে বলেন এসব। তার সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি। আর হুমকির তো প্রশ্নই আসে না।’
সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মীর জাহিদুল কবির তুহিন নিউজবাংলাকে বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। বিষয়টি নিয়ে দ্রুত আলোচনায় বসব এবং যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেব।’
বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সোহেল মারুফ বলেন, ‘আমার নলেজে বিষয়টি এসেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।’