কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ২৯তম ব্যাচের শিক্ষার্থীদের বর্ণাঢ্য প্রকৌশলী আড্ডা অনুষ্ঠিত হলো রাজধানীর উত্তরাস্থ ভূতের আড্ডা রেস্তোরাঁয়।
ইনস্টিটিউটের ১৯৯৩-৯৪ সেশনের ডিপ্লোমা প্রকৌশলীরা ২৫ বছর পর আবার একসঙ্গে মিলিত হন। বন্ধুদের স্মৃতিচারণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালসহ চার ডিপার্টমেন্টের প্রায় ৬০ বন্ধু তাদের পুরোনো দিনের আড্ডায় মেতে ওঠেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সাবেক শিক্ষক আবু হেনা মো. শামিম আহমেদ।
দিনভর বন্ধুদের আড্ডা, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়া হয়।
অনুষ্ঠানের শেষের দিকে আসা বন্ধুদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ, র্যাফেল ড্র এবং ইনস্টিটিউটের অন্যতম জনপ্রিয় শিক্ষক শামীম স্যারের পরিবেশনায় গিটার এবং গানের মনোমুগ্ধকর আয়োজন করা হয়।