ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে আসন খালি থাকা সাপেক্ষে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন। তবে তাদের ভর্তি পরীক্ষা দিয়েই ভর্তি হতে হবে। এর আগে এই নিয়ম ছিল না।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আগে আমাদের মাস্টার্স পর্যায়ে লেটারাল এন্ট্রি ছিল না। আমাদের শিক্ষার্থীরাই মাস্টার্সে ভর্তি হতো। এখন থেকে মাস্টার্সে আসন সংখ্যা ফাঁকা থাকা সাপেক্ষে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা বিদেশি শিক্ষার্থীও ভর্তি হতে পারবে।
‘তবে এক্ষেত্রে কিছু শর্ত থাকবে যেগুলো মেনে আমাদের রেগুলার মাস্টার্স প্রোগ্রামে তারা ভর্তি হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় ‘লাইফ লং এডুকেশনের’ প্রতি লক্ষ্য রেখে এখানে বয়সের কোনো বাধা রাখা হয়নি।’
মাকসুদ কামাল বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন শেষ করে মাস্টার্সে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। তবে তাদের মধ্যে কেউ ভর্তি না হলে ফাঁকা হওয়া সিট পূরণ করতে বিভাগ/ইনস্টিটিউট পর্যায় থেকে বিজ্ঞাপন দেয়া হবে। আবেদনকারীদের ভর্তি পরীক্ষা নিয়ে ফাঁকা আসনে তাদের ভর্তি করা হবে।’
ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের নিয়ম চূড়ান্ত
ডিনস কমিটির সভায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে চারটি ইউনিটের মাধ্যমে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা কোন ইউনিটের মাধ্যমে অংশগ্রহণ করবে এবং কিভাবে নিজ নিজ শাখা/বিভাগ পরিবর্তন করবে তার কৌশল অনুমোদন করা হয়েছে।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, বিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও সমগোত্রীয় শাখার শিক্ষার্থীদের জন্য ‘বিজ্ঞান ইউনিট’, ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে কোনো শাখার শিক্ষার্থীদের জন্য ‘চারুকলা ইউনিট’-এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শাখা বা বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা কলা অনুষদ, আইন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিষয় এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ভর্তির জন্য ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
মানবিক শাখার শিক্ষার্থীরা বিজ্ঞান অনুষদভুক্ত গণিত ও পরিসংখ্যান বিষয়ে ভর্তির জন্য ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, তথ্যপ্রযুক্তি এবং গণিত/পরিসংখ্যান বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন।
মানবিক ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিষয়ে ভর্তির জন্য ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, তথ্যপ্রযুক্তি এবং অর্থনীতি/গণিত বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন।