চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
এ পরীক্ষায় পাস করেছেন ৪ হাজার ৯২২ জন। এতে উত্তীর্ণ হতে পারেননি প্রায় ৮৩ শতাংশ পরীক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ওয়েবসাইটে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন ‘ডি’ ইউনিট ভর্তি কমিটির যুগ্ম সমন্বয়ক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।
তিনি জানান, ওই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয়া ২৮ হাজার ৬৭৮ শিক্ষার্থীর মধ্যে পাস করছেন ৪ হাজার ৯২২ জন। ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে বাকি ২৩ হাজার ৭৫৬ পরীক্ষার্থী ফেল করেছেন। পাসের হার ১৭ দশমিক ১৬ শতাংশ।
এর আগে গত ২২ আগস্ট সকাল ও বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ১২টি কেন্দ্রে দুই শিফটে ‘ডি’ ইউনিটের পরীক্ষা হয়।
এ ইউনিটে ১ হাজার ১৬০ আসনের বিপরীতে ৩৯ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী আবেদন করেন, তবে পরীক্ষায় অংশ নেন ২৮ হাজার ৬৭৮ ভর্তিচ্ছু শিক্ষার্থী।