টিউশনি ও পুরান ঢাকার জ্যামে অসুবিধার কথা জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে রাতে প্রবেশের সময় ১০টা করার দাবি জানিয়েছেন হলের আবাসিক ছাত্রীরা।
হলের ছাত্রীদের পক্ষ থেকে প্রভোস্ট বরাবর এ দাবি জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ছাত্রী মৈত্রী বাড়ে। এতে হলের অন্য ছাত্রীরা স্বাক্ষর করেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে সবাই টিউশনি বা অন্য পার্ট টাইম চাকরি করে থাকি। আর হলের অবস্থান পুরান ঢাকায় হওয়ার আশপাশে ব্যাপক জ্যাম থাকে। এ অবস্থায় ৯টায় হলে প্রবেশ আমাদের জন্য অসুবিধা হয়ে যায়।
সার্বিক সমস্যা বিবেচনা করে আমাদের হলে প্রবেশের সময় ১০টা করলে ছাত্রীরা খুবই উপকৃত হবে বলে স্মারকলিপিতে বলা হয়েছে।
এদিকে প্রায় প্রতিদিনই ছাত্রীদের টিউশন শেষে রাতে গেট লাগানো থাকায় হলের সামনে অপেক্ষা করতে দেখা যায়। অনেকে অনেক অনুরোধ করে পরবর্তীতে হলে প্রবেশ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক হলের আবাসিক ছাত্রী নিউজবাংলাকে বলেন, ‘সারা দিন ক্লাস করার পর বিকেলে টিউশনি করার সময় হয়ে ওঠে না। এ জন্য সন্ধ্যার পর আমরা টিউশনিতে যাই। আর একটা টিউশনি করিয়ে নিজের হাতখরচও চালানো সম্ভব হয় না। একাধিক টিউশন শেষে আমাদের হলে ফিরতে প্রায় ৯টা থেকে সাড়ে ৯টা বেজে যায়। এতে করে রাতে আমাদের গেটে এসে দারোয়ান মামাদের অনেক অনুরোধ করে ঢুকতে হয়। অনেক সময় ম্যামদের সঙ্গে কথা বলতে হয়।’
আরেক ছাত্রী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায়ই সন্ধ্যার পর অনুষ্ঠান হয়ে থাকে। আমাদের ক্যাম্পাসে কনসার্ট কিংবা তেমন কোনো অনুষ্ঠান হয় না। তাই একঘেয়েমি কাটাতে আমরা ঢাবির টিএসসিতে ঘুরতে যাই। সেখান থেকে ফিরতেও প্রায় রাত ৯-১০টা বেজে যায়।’
এ ব্যাপারে হল প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম নিউজবাংলাকে বলেন, ‘হলে প্রবেশের সময়সীমা সিন্ডিকেটে পাস হয়েছে। এখন এটি পরিবর্তন করতে হলে সিন্ডিকেটে আবার তুলতে হবে। এরপর তা পাস হলে অনুমতি দেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘এখন রাত ৮টার পর প্রায় দোকানপাটসহ সবকিছুই বন্ধ হয়ে যায়। যার ফলে পুরান ঢাকার মতো এলাকায় রাতে মেয়েরা আসার সময় যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়, তাহলে এর দায়ভার কে নেবে? আমাদের দায়িত্ব তো হলের ভেতরে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের একমাত্র আবাসিক হলে বর্তমানে ১ হাজার ২০০ জন অবস্থান করছেন। এদের প্রায় অধিকাংশই টিউশনি ও পার্ট টাইম জব করে থাকেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলে রাতে প্রবেশের শেষ সময় রাত ১০টা। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের হলের গেট রাত ১০টায় বন্ধ করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ছাত্রীরা রাত ১০টা পর্যন্ত হলে প্রবেশ করতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও রাত ১০টার পূর্ব পর্যন্ত হলে ঢোকা যায়। এ ছাড়ােও কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব হলে রাতে প্রবেশের শেষ সময় রাত ১০টা। এদিকে ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত হলে প্রবেশের সীমাবদ্ধতা রয়েছে।