বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অগণতান্ত্রিক তৎপরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে: ঢাবি উপাচার্য

  •    
  • ২৩ আগস্ট, ২০২২ ২২:৩৬

উপাচার্য আখতারুজ্জামান ২০০৭ সালের ২০-২৩ আগস্ট ক্যাম্পাসে সংঘটিত ঘটনার উল্লেখ করে বলেন, ‘একটি জাতীয় প্রতিষ্ঠানের গণবিচ্ছিন্ন কিছু মানুষ অগণতান্ত্রিক পন্থায় সেদিন ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চেয়েছিল। সম্মিলিত প্রতিবাদের মুখে সেই অপশক্তি পিছু হটতে বাধ্য হয় এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পায়।’

ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অমানবিক, অগণতান্ত্রিক, উগ্র ও সাম্প্রদায়িক তৎপরতার বিরুদ্ধে সোচ্চার থাকতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে মঙ্গলবার আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া ও কারা নির্যাতিত শিক্ষক অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক বক্তব্য দেন।

এছাড়াও বক্তব্য দেন অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরি কর্মচারী সমিতি ও চতুর্থ শ্ৰেণী কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।

উপাচার্য আখতারুজ্জামান ২০০৭ সালের ২০-২৩ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার উল্লেখ করে বলেন, ‘একটি জাতীয় প্রতিষ্ঠানের গণবিচ্ছিন্ন কিছু মানুষ অগণতান্ত্রিক পন্থায় সেদিন ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চেয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রতিবাদের মুখে ক্ষমতালিপ্সু সেই অপশক্তি পিছু হটতে বাধ্য হয় এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। জাতির ক্রান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বদা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে।’

যে কোনো অপশক্তি ও অপতৎপরতা প্রতিহত করতে ভবিষ্যতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কার্যকর ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এ বিভাগের আরো খবর