দৃষ্টি প্রতিবন্ধী হয়েও স্বপ্ন জয়ে ছুটে চলেছেন। দৃষ্টি তাদের সামনে এগোনোতে কোনো বাধা হতে পারেনি। এমন তিন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী দিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের পরীক্ষায় অংশ নেয়া তিন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী হলেন- তারিফ মেহমুদ চৌধুরী, তৃণা আক্তার সেতু ও আকাশ দাস।
দৃষ্টি প্রতিবন্ধী তিন শিক্ষার্থীকে পরীক্ষা দেয়ার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে ব্যবস্থা করা হয়। তাদের পরীক্ষার জন্য তিন জন সহযোগীও দেয় কর্তৃপক্ষ।
দৃষ্টি প্রতিবন্ধী তারিফ মেহমুদ চৌধুরী তার মায়ের সঙ্গে ‘বি’ ইউনিটের পরীক্ষায় অংশ নিতে আসেন রাজবাড়ী থেকে।
তারিফ নটরডেম কলেজ থেকে ৪ দশমিক ৯২ পেয়ে এইচএসসি পাস করেন। জন্ম থেকেই তারিফ দেখেন না। একজন শ্রুতিলেখকের মাধ্যমে পরীক্ষায় অংশ নেন তিনি।
তারিফ মেহমুদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং বিষয়টি এসেছিল, কিন্তু আমার প্রিয় বিষয় ইংরেজি। তাই গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছি।’
আরেক দৃষ্টি প্রতিবন্ধী তৃণা আক্তার সেতু এসেছেন গোপালগঞ্জ থেকে। সঙ্গে ছিলেন বড় ভাই। ম্যাগনিফাইং গ্লাস ছাড়া তিনি লেখা পড়তেই পারেন না। তৃণা গোপালগঞ্জের মোকসেদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। দ্বিতীয় বারের মত তৃণা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেন।
তৃণা বলেন, ‘পরীক্ষা দেয়ার জন্য ম্যাগনিফাইং গ্লাস সঙ্গে এসেছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সহযোগী হিসেবে একজনকে দেয়া হয়েছে। তাই সেটা আর ব্যবহার করতে হয়নি।’
আরেক শিক্ষার্থী আকাশ দাস এসেছেন নরসিংদী থেকে। তিনি মিরপুর বঙ্গবন্ধু কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।
আকাশ দাস বলেন, ‘আমি দৃষ্টি প্রতিবন্ধী হলেও এটাকে প্রতিবন্ধকতা মনে করি না বলেই ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছি। এইচএসসিতে আমার জিপিএ ৪ দশমিক ৫৮।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের উপ পরিচালক ডা. মিতা শবনম বলেন, ‘পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে আমাদের জানানো হয়েছে তিন জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মেডিক্যালে পরীক্ষা দেবেন। আমরা সে অনুযায়ী তাদের জন্য ব্যবস্থা করেছি।’