বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাঁচ কেন্দ্রে সংক্ষিপ্ত সিলেবাসে বুটেক্স ভর্তি পরীক্ষা আজ

  •    
  • ১১ আগস্ট, ২০২২ ২৩:৫৯

রাজধানীর ঢাকা সিটি কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২১-২২ শিক্ষাবর্ষের লেভেল-১ এর ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর পাঁচটি কেন্দ্রে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে পরীক্ষা চলবে সাড়ে ১১টা পর্যন্ত।

রাজধানীর ঢাকা সিটি কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুটেক্সের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান নিউজবাংলাকে এসব তথ্য জানান।

এবারের ভর্তি পরীক্ষায় পাঁচটি অনুষদের অধীনে মোট ১০টি বিভাগের ৬শ’ আসনের জন্য আবেদন পড়েছে ১২ হাজার ৮৬৩টি। আবেদন করা সব শিক্ষার্থীই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ২১ জন শিক্ষার্থী।

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে (রোল: ১০০০০০১-১০২১০০) ২১০০, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে (রোল: ১০২১০১-১০৪১০০) ২০০০, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে (রোল: ১০৪১০১-১০৬৬০০) ২৬০০, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রে (রোল: ১০৬৬০১-১০৯৬০০) ৩৬০০ এবং বুটেক্স কেন্দ্রে (রোল: ১০৯৬০১-১১২৪৬৩) ৩২৬৩ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছেন।

বুটেক্সের এবারের ভর্তি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। ২০২১ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত যে পাঠ্যসূচি (উচ্চতর গণিত, পদার্থ ও রসায়ন) নির্ধারিত ছিল, সে অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে ইংরেজির ক্ষেত্রে ‘ফাংশনাল ইংলিশ’ অনুসরণ করা হবে। গণিত ৬০, পদার্থ ৬০, রসায়ন ৬০, ইংরেজি ২০ নম্বরসহ মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। কোনো বিষয়ে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে না।

বুটেক্সে এবার ৫টি অনুষদের অধীনে ১০টি বিভাগে মোট ৬০০ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এর মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে বিভাগে ৮০, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগে ৪০, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগে ৪০, ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০ ও এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি আসন রয়েছে।

ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.butex.edu.bd) ও নোটিশ বোর্ডে জানা যাবে।

এ বিভাগের আরো খবর