ভোলায় বিএনপি নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষে আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় নয়াপল্টনে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।
নুরে আলমকে পুলিশ গুলি করে হত্যা করেছে দাবি করে এর প্রতিবাদে বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন জবি শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।
জবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইব্রাহিম কবির মিঠু, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিনসহ শতাধিক কর্মী ও পদপ্রত্যাশী নেতা বিক্ষোভ মিছিলে অংশ নেন।
বিক্ষোভ কর্মসূচিতে সুজন মোল্লা বলেন, ‘পুলিশ যদি ছাত্রলীগের মতো আচরণ করতে চায় তাহলে যেন পোশাক খুলে রাজপথে আসে। ছাত্রদল তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করবে।’
সোমবার ভোলায় বিএনপি নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হওয়ার পর এর প্রতিবাদে ওইদিন পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেন জবি ছাত্রদলের নেতাকর্মীরা।