বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিদ্যুৎ না থাকায় ঢাবিতে বটতলায় ক্লাস

  •    
  • ৩ আগস্ট, ২০২২ ১৭:২৮

বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারের দ্বিতীয় তলার একটি কক্ষে ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ক্লাস নেয়ার কথা ছিল অধ্যাপক তাহমিনার। তবে ক্লাসে এসে অধ্যাপক তাহমিনা আহমেদ দেখেন, বিদ্যুৎ নেই। তাই শ্রেণিকক্ষ থেকে বের হয়ে বটতলায় ক্লাস নেন তিনি।

শ্রেণিকক্ষে বিদ্যুৎ না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বটতলায় ক্লাস নিয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক তাহমিনা আহমেদ। তবে কোনো প্রতিবাদের অংশ হিসেবে এই ক্লাস নয় বলে জানিয়েছেন তিনি।

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারের দ্বিতীয় তলার একটি কক্ষে ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ক্লাস নেয়ার কথা ছিল অধ্যাপক তাহমিনার। তবে ক্লাসে এসে অধ্যাপক তাহমিনা আহমেদ দেখেন, বিদ্যুৎ নেই। শ্রেণিকক্ষে পর্যাপ্ত আলোও ছিল না। গরমে ক্লাসরুমে অবস্থান করাও কঠিন। তাই শ্রেণিকক্ষ থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বটতলায় ক্লাস নেন এই অধ্যাপক।

ক্যাম্পাসে উন্মুক্ত স্থানে ক্লাস করে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।

ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ক্লাস প্রতিনিধি আতিক আহমেদ ডালিম বলেন, ‘আজ আমাদের দুটি শাখার দুটি ক্লাস ১০টা ও ১১টায় হওয়ার কথা ছিল। তবে ম্যামের কাজ থাকায় তিনি ১১টার সময় দুই শাখার যৌথ ক্লাস করাবেন বলে জানান।

‘লেকচার থিয়েটারে ক্লাস করার জন্য সবাই যখন উপস্থিত হচ্ছিল, তখন বিদ্যুৎ চলে যায়। আর রুমে আলোও একটু কম ছিল। গরমও ছিল। পরে ম্যাম এসে বলেন- যেহেতু বিদ্যুৎ নেই তাই চলো আমরা বটতলায় ক্লাস করি।’

এই শিক্ষার্থী বলেন, ‘আমরা মূলত শেক্সপিয়ারের কিং লেয়ার নাটকটা পড়ছিলাম। নাটকটা বুঝতে গেলে ক্লাস যদি বাইরে হয় আমাদের জন্যও ভালো হয়। ফলে বিদ্যুৎ না থাকায় আমরা সেটাও পেলাম। আমাদের নতুন একটা অভিজ্ঞতা হলো, ভালোও লেগেছে।’

এ বিষয়ে অধ্যাপক তাহমিনা বলেন, ‘এটা এমন কোনো বড় বিষয় নয়। রবিঠাকুর তার শান্তি নিকেতনে তো শিক্ষার্থীদের বাইরেই ক্লাস নিয়েছেন। মূলত বিদ্যুৎ ছিল না বলেই বাইরে ক্লাস নিয়েছি।’

এ বিভাগের আরো খবর