বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গবেষণায় চুরি ধরতে ঢাবিতে সফটওয়্যার উদ্ভাবন

  •    
  • ২ আগস্ট, ২০২২ ১৭:০২

নানা সময় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে অন্যের গবেষণা নিজের নামে চালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এই বিষয়ে কেলেঙ্কারির পর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতার চাকরি ছেড়েছেন সামিয়া রহমান। পিএইচডি থিসিসে জালিয়াতির আরেক ঘটনায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ওমর ফারুকের ডিগ্রি বাতিলের পাশাপাশি তাকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে নামিয়ে দেয়া হয়েছে।

বেশ কয়েকজন শিক্ষকের গবেষণায় চুরির বিষয়টি নিয়ে বিব্রত ঢাকা বিশ্ববিদ্যালয় এই চৌর্যবৃত্তি ঠেকাতে এবার বাংলা শনাক্ত করতে পারে, এমন সফটওয়্যার উদ্ভাবনের কথা জানিয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বাংলা টেক্সট সিমিলারিটি নির্ণয়ের এ সফটওয়্যার উদ্বোধন করা হয়।

উপাচার্য মো. আখতারুজ্জামান এটির উদ্বোধন করেন। এর নাম দেয়া হয়েছে dubd21 সফটওয়্যার।

বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আবদুস সাত্তার এবং তার দল এটি তৈরি করেছেন।

ইংরেজিতে লেখা গবেষণায় চৌর্যবৃত্তি শনাক্তকরণে সহায়তার জন্য টারনিটিনসহ বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে। বাংলায় লিখা গবেষণার চৌর্যবৃত্তি শনাক্তকরণে ছিল না কোনো সফটওয়্যার।

উদ্ভাবক আবদুস সাত্তার বলেন, ‘এই সফটওয়ারের আরও ডেভেলপমেন্ট হবে। প্রাইমারি সোর্স ইনক্লুড করাসহ এতে বিভিন্ন সংযোজন করতে হবে। তারপর নীতিমালার আলোকে আমরা এটিকে কমার্শিয়ালি লঞ্চ করব।’

নানা সময় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে অন্যের গবেষণা নিজের নামে চালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

এই বিষয়ে কেলেঙ্কারির পর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতার চাকরি ছেড়েছেন সামিয়া রহমান।

২০১৬ সালে সামিয়া ও অপরাধ বিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দ মাহফুজুল হক মারজানের যৌথভাবে লেখা ‘এ নিউ ডাইমেনশন অফ কলোনিয়ালিজম অ্যান্ড পপ কালচার: এ কেস স্টাডি অফ দ্য কালচারাল ইমপেরিয়ালিজম’ শিরোনামের আট পৃষ্ঠার একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়। প্রবন্ধের প্রায় পাঁচ পৃষ্ঠা ছিল ফরাসি দার্শনিক মিশেল ফুকোর ‘দ্য সাবজেক্ট অ্যান্ড পাওয়ার’ নামের একটি নিবন্ধের হুবহু নকল।

২০২১ সালের ২৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সামিয়াকে সহযোগী অধ্যাপক থেকে পদাবনমন ঘটিয়ে সহকারী অধ্যাপক পদ দেয়। একই অপরাধে মারজানের দুই বছর পদোন্নতি রহিত করা হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরেক শিক্ষক আবুল মনসুর আহাম্মদ তার একটি গবেষণা নিবন্ধে অন্যের লেখা চুরি করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।

২০১৩ সালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আবুল মনসুর আহাম্মদ সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদায়নের জন্য তার নিজের ১০টি গবেষণামূলক লেখা জমা দেন। এগুলোর একটিতে অনেকাংশ হুবহু তুলে দেয়া হয়েছে একটি জাতীয় দৈনিকে প্রচারিত আরেকজন শিক্ষকের লেখা থেকে।

পিএইচডি থিসিসে জালিয়াতির আরেক ঘটনায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ওমর ফারুকের ডিগ্রি বাতিলের পাশাপাশি তাকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে নামিয়ে দেয়া হয়েছে।

২০২১ সালের ২৮ জানুয়ারি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়।

সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক মহসিনা আক্তার খানমের বিরুদ্ধেও গবেষণায় চুরির অভিযোগ উঠেছে।

২০১০ সালের মে মাসে লীনা তাপসী এটিকে পিএইচডির গবেষণাপত্র (থিসিস) হিসেবে উপস্থাপন করেন। ২০১১ সালে নজরুল অ্যাকাডেমি তার ওই থিসিস বই আকারে প্রকাশ করে।

২০২১ সালের ১৩ জুন শিক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির (নায়েম) সাবেক মহাপরিচালক অধ্যাপক ইফফাত আরা নার্গিস সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, সেই বইয়ে তার পড়া তিন থেকে চারটি বইয়ের বেশ কিছু অংশের হুবহু মিল খুঁজে পেয়েছেন, যা পরিষ্কার চৌর্যবৃত্তি।

মহসিনা অবশ্য এই অভিযোগ স্বীকার করেননি।

গবেষণায় চুরি ধরতে সফটওয়্যার বিষয়ে উপাচার্য আখতারুজ্জামান বলেন, ‘এই সফটওয়্যার উদ্ভাবনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নতুন যুগে পদার্পণ করেছে। এটি আমাদের অসাধারণ একটি অর্জন। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া অ্যালায়েন্স তৈরিতে এটি অবদান রাখবে, যেটি আমাদের র‌্যাংকিংয়েও প্রভাব ফেলবে।

‘বাংলা ভাষাভাষী বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এটি ব্যবহার করতে পারবে। বিশ্ববিদ্যালয়, দেশ-জাতি তথা সভ্যতার উন্নয়নে এটি নানাভাবে অবদান রাখবে।’

এই সফটওয়্যারে বাংলা ভাষায় লিখিত বিভিন্ন রিসার্চ আর্টিকেল ও অ্যাসাইনমেন্ট প্রাইমারি সোর্স হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। সেক্ষেত্রে উইকিপিডিয়াসহ বিভিন্ন গবেষণা জার্নালকে ব্যবহার করা হবে।

তারপর নতুন কোনো গবেষণার সিমিলারিটি ইনডেক্স নির্ণয়য়ের জন্য সফটওয়্যারে ইনপুট করা হলে সফটওয়্যার সেটি নির্ণয় করবে।

এ বিভাগের আরো খবর