বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জবি ছাত্রী হলের সামনের অবৈধ লেগুনা-রিকশাস্ট্যান্ড উচ্ছেদের দাবি

  •    
  • ১ আগস্ট, ২০২২ ২১:২৩

আবেদনে বলা হয়, ‘ক্যাম্পাসে আসা-যাওয়ার পথে আমাদের হলের সামনে থেকে শুরু করে ক্যাম্পাসের গেট পর্যন্ত অবৈধভাবে অগণিত রিকশা ও লেগুনা স্ট্যান্ড করা থাকে। এই যানবাহনগুলোতে অবস্থান করে বিকৃত মস্তিষ্কের নেশাখোর যুবকরা।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী একমাত্র আবাসিক হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর সম্মুখ থেকে অবৈধ লেগুনা ও রিকশাস্ট্যান্ড উচ্ছেদের দাবি জানিয়েছেন সাধারণ ছাত্রীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীদের পক্ষে সোমবার ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০১৭-১৮ সেশন ও ১৩তম ব্যাচের শিক্ষার্থী মৈত্রী বাড়ৈ উপাচার্য বরাবর এ আবেদন জানান।

আবেদনে বলা হয়, ‘ক্যাম্পাসে আসা-যাওয়ার পথে আমাদের হলের সামনে থেকে শুরু করে ক্যাম্পাসের গেট পর্যন্ত অবৈধভাবে অগণিত রিকশা ও লেগুনা স্ট্যান্ড করা থাকে। এই যানবাহনগুলোতে অবস্থান করে বিকৃত মস্তিষ্কের নেশাখোর যুবকরা।’

‘বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসার পথে তারা আমাদের বিভিন্নভাবে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে, যা আমাদের প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি করে স্বাভাবিক জীবন চরমভাবে ব্যাহত করে। ফলে আমাদের জীবনের নিরাপত্তা হুমকির সম্মুখীন’, বলে আবেদনে বলেন ওই শিক্ষার্থী।

অবৈধ রিকশা ও লেগুনাস্ট্যান্ড উচ্ছেদ করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ছাত্রীদের জীবনের নিরপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রক্টরকে নির্দেশ দেয়ার আশ্বাস দেন।

এ বিভাগের আরো খবর