করোনা মহামারিতে শিক্ষায় ক্ষতি পোষাতে পরিপূর্ণ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। আগামী মন্ত্রিপরিষদ বৈঠকে তা চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
চাঁদপুর পুলিশ লাইনসে শুক্রবার দুপুরে জেলা পুলিশের ফ্যামিলি ডের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনার সময় শিক্ষার্থীদের ঘাটতি কোথায় কী পরিমাণ হয়েছে, সেই গবেষণার ফল পেয়েছি। শিক্ষা কার্যক্রমে জড়িত সবাইকে নিয়ে আমরা বসব। ক্ষতি পোষাতে পরিপূর্ণ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। সামনে মন্ত্রিপরিষদ বৈঠকে তা চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত দিনবদলের সনদ এবং চতুর্থ শিল্পবিপ্লব বাস্তবায়নে যুব সমাজের ভূমিকা অনস্বীকার্য। তাদের হাত ধরেই আগামী দিনের বাংলাদেশ বির্নিমাণ আরও গতিশীল হবে। জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে এই তরুণরাই বাংলাদেশের হাল ধরবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, চাঁদপুর নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, এনএসআই উপপরিচালক শেখ আরমা আহমেদ, পুলিশ নারী কল্যাণ সমিতির জেলা সভানেত্রী আফসানা শর্মী।