রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়ার দায়ে ওই বিশ্ববিদ্যালয়ের একজন ও ঢাকা থেকে যাওয়া দুই শিক্ষার্থীকে কারাদণ্ড দেয়া হয়েছে।
২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতকের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে মঙ্গলবার তাদের আটক করা হয়। পরে তাদেরকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ।
সাজা পাওয়া শিক্ষার্থীরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখলাসুর রহমান ও ঢাকার একটি কলেজের জান্নাতুল মেহজাবিন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োজিদ খান।
এসব তথ্য মঙ্গলবার বিকেলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে।
তিনি জানান, ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার্থী তামিম হাসান লিমনের পরিবর্তে এখলাসুর, দ্বিতীয় শিফটের পরীক্ষায় তানভীর আহম্মেদের পরিবর্তে বায়োজিদ ও তৃতীয় শিফটে ইশরাত জাহানের পরিবর্তে জান্নাতুল পরীক্ষা দিতে আসেন। পরীক্ষা চলাকালে সন্দেহের জেরে তাদের প্রক্টর অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
তারা প্রক্সির বিষয়টি স্বীকার করায় পরীক্ষাকেন্দ্রে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেয়। সেখান থেকে তাদের রাজশাহী কারাগারে পাঠানো হয়।