জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পঞ্চম ইনডোর গেমস প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় মোট ৪টি ক্যাটাগরিতে ২৩ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের নিচতলায় ইনডোর গেমসের গ্রাউন্ডে বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।
ইনডোর গেমসে ছাত্রদের মধ্যে যৌথভাবে সেরা খেলোয়াড় হয়েছেন মো. শাইখুজ্জামান ও মৃত্যুঞ্জয় বসু। ছাত্রীদের মধ্যে সেরা হয়েছেন তামান্না সুলতানা সুমাইয়া।
অনুষ্ঠানটি ক্রীড়া উপকমিটি ইনডোর কমিটির আয়োজনে শরীরচর্চা শিক্ষাকেন্দ্রের সহযোগিতায় আয়োজন করা হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
এ সময় ইমদাদুল হক বলেন, ‘আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আত্মত্যার পথ বেছে নিয়েছে। আমরা চাই শিক্ষার্থীরা খেলাধুলা, শরীরচর্চা ইত্যাদির সাথে যুক্ত থাকুক। আত্মত্যার পথ এড়াতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত রাখা হবে।’
উপাচার্য আরও বলেন, ‘গত দুই বছর করোনার প্রভাবে আমরা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার মধ্যে শিক্ষার্থীদের জড়িত রাখতে পারিনি। আমরা প্রয়োজনে বাজেট আরও বাড়াব। যেন সারা বছর শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ডের মধ্যে রাখতে পারি।’
ইমদাদুল হক জানান, নিজস্ব জায়গায় একটি মাঠ উদ্বোধন করেছেন তারা। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাসে সেখানে যাবে। খেলাধুলা শেষে সন্ধ্যার আগেই ফিরে আসতে পারবে।
ইনডোর গেমসে একক দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন সাদমান রহমান এবং ছাত্রী ইসাবা মাসনুন, একক ক্যারমে চ্যাম্পিয়ন ইফতেখার আহমেদ প্রান্ত ও সানজিদা আক্তার, দ্বৈত ক্যারমে চ্যাম্পিয়ন মশিউর রহমান ও মো. বাইজিদ এবং আয়শা আক্তার ও সাদিয়া সুলতানা।
একক ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছেন মো. শাইখুজ্জামান এবং তামান্না সুলতানা সুমাইয়া, দ্বৈত ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন মো. শাইখুজ্জামান ও তারিকুল ইসলাম এবং তামান্না সুলতানা সুমাইয়া ও উম্মে হাবিবা দোয়েল।
একক টেবিল টেনিসে মৃত্যুঞ্জয় বসু এবং ছাত্রী মাসরুকা বিনতে মীম, দ্বৈত টেবিল টেনিসে মৃত্যুঞ্জয় বসু ও সংগ্রাম মোল্যা এবং মাসরুকা বিনতে মীম ও তামান্না সুলতানা সুমাইয়া।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপকমিটির (ইনডোর গেমস) আহবায়ক অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আরিফউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ক্রীড়া কমিটির আহবায়ক ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র-কল্যাণ পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ প্রক্টর, সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৩ জুন থেকে ১৬ জুন পর্যন্ত দাবা, ক্যারম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন এই চারটি ইভেন্টে প্রতিযোগিতা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ইনডোর গেমস প্রতিযোগিতা-২০২২ এ ছাত্র-ছাত্রী মিলিয়ে এক হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।