বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চতুর্থ শিল্প বিপ্লব প্রকল্পে বৈশ্বিক র‌্যাংকিংয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি ৪৪

  •    
  • ২৩ জুলাই, ২০২২ ১৭:২২

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ-এর শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স ডিপার্টমেন্টের উদ্ভাবনী প্রকল্পের গুরুত্ব ও প্রভাব বিবেচনায় নিয়ে ‘টপ ফিফটি- ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলিউশন’ ক্যাটাগরিতে শীর্ষ ৫০-এর মধ্যে অন্তর্ভুক্ত করেছে ডব্লিউইউআরআই।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি উইথ রিয়েল ইমপ্যাক্ট (ডব্লিউইউআরআই)-এর র‌্যাংকিংয়ে শীর্ষ ৫০-এর মধ্যে জায়গা করে নিয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (সিইউবি)

ডব্লিউইউআরআই র‌্যাংকিং ২০২২-এ ‘টপ ফিফটি- ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলিউশন’ ক্যাটাগরিতে সিইউবির অবস্থান ৪৪। এই ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি ২১ নম্বরে এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড রয়েছে ৪৯তম অবস্থানে।

সামগ্রিকভাবে বিশ্বের সব বিশ্ববিদ্যালয়ের বিবেচনায় এই র‌্যাংকিংয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ২০১ থেকে ৩০০-এর মধ্যে রয়েছে।

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ-এর শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স ডিপার্টমেন্টের উদ্ভাবনী প্রকল্পের গুরুত্ব ও প্রভাব বিবেচনায় নিয়ে ‘টপ ফিফটি- ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলিউশন’ ক্যাটাগরিতে শীর্ষ ৫০-এর মধ্যে অন্তর্ভুক্ত করেছে ডব্লিউইউআরআই।

সিইউবির পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়টির শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স বিভাগের শিক্ষক দ্বারা পরিচালিত ‘অটোনমাস ভেসেল’ রিসার্চ সেলের তত্ত্বাবধানে ‘অটোনমাস মেরিটাইম অটোপাইলট’ নিয়ে গবেষণা চলছে। জাহাজের স্টিয়ারিং কন্ট্রোলের জন্য ব্যবহৃত অটোপাইলট সিস্টেমকে আরও আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্য এই ‘অটোনমাস মেরিটাইম অটোপাইলট’-এর।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, জাহাজ শিল্পে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত অটোনোমাস ভেসেল নতুন দিগন্ত নিয়ে এসেছে। ভেসেল নেভিগেশন আরও সুরক্ষিত করতে এই ‘অটোনমাস মেরিটাইম অটোপাইলট’ বিশেষ অবদান রাখবে।

সাধারণ অটোপাইলট যেখানে বৈরী আবহাওয়ায় উপযোগী নয়, সেখানে অটোনোমাস মেরিটাইম অটোপাইলট সব ধরনের আবহাওয়ায় কাজ করার উপযোগী। এর প্রোগ্রামিং আলগরিদমে জাহাজের বৃত্তান্ত এবং সাগরের আবহাওয়ায়াকে ব্যবহার করে যথাযথ সিদ্ধান্ত নেয়া যাবে।

বাণিজ্যিক জাহাজে এই প্রযুক্তির ব্যবহার জাহাজের ভয়েজকে সুরক্ষিত করার পাশাপাশি কার্গোর নিরাপত্তা নিশ্চিত করবে। ‘নন অটোনমাস’ এবং ‘অটোনোমাস’, ফেরি, কোস্টাল, মার্চেন্ট, ফিশিং- সব ধরনের জাহাজেই এই প্রযুক্তি ব্যবহার করা সম্ভব।

সিইউবির এই অর্জনে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন ডব্লিউইউআরআইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক এবং সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর এমিরেটাল হিউ চ্যাং মুন। সিইউবির উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হককে এক ই-মেইল বার্তায় তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, আপনাদের দক্ষতা ও উদ্ভাবনী প্রোগ্রামগুলো অন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ভাগাভাগি করার উপযুক্ত। এ জন্য আগামী বছরেও আপনার উন্নত বা নতুন উদ্ভাবনী প্রোগ্রাম ডব্লিউইউআরআইয়ের সঙ্গে শেয়ার করার অনুরোধ করছি।’

রাজধানীতে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ক্যাম্পাস

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ-এর এই বৈশ্বিক স্বীকৃতিতে অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত। এক বার্তায় তিনি বলেন, ‘কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সব সময়েই বিশ্বমানের শিক্ষার সুযোগ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য এই প্রতিষ্ঠানসংশ্লিষ্ট সবাই নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

‘আমরা বিশ্বমানের শিক্ষা নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনমূলক প্রকল্প ও কার্যক্রমের সঙ্গে যুক্ত করে থাকি। এসব জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এসব প্রকল্পের বহুমুখী প্রভাব রয়েছে। ডব্লিউইউআরআই সে ধরনেরই একটি প্রকল্পের বৈশ্বিক স্বীকৃতি দিয়ে আমাদের প্রচেষ্টাকে সম্মানিত করেছে।’

দেশে শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স শিক্ষার প্রসারে ড. চৌধুরী নাফিজ সরাফাতের দিকনির্দেশনায় সিইউবিতে এ-সংক্রান্ত বিভাগ চালু হয়। বর্তমানে এই বিভাগে ‘ব্যাচেলর ইন শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স’ এবং ‘মাস্টার্স ইন ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক্স’ এই দুটি প্রোগ্রাম চালু রয়েছে।

দেশে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশই প্রথম এই দুটি প্রোগ্রাম চালু করে। বিভাগীয় প্রধান হিসেবে আছেন জাকির হোসেন। অন্যান্য শিক্ষক হলেন, মোহাম্মদ তামিম হোসেন আজমি, তাপস ভৌমিক, বর্নালী রহমান, কাভিউল ইসলাম, এহমাদুল হক অনি।

এ বিভাগের আরো খবর