বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ফের ডাউনলোডের সুযোগ

  •    
  • ২১ জুলাই, ২০২২ ০০:০০

ভর্তি পরীক্ষার আবেদন করা শিক্ষার্থীরা ওয়েবসাইটে আইডি নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। পরীক্ষার কেন্দ্র, কক্ষ নম্বর, ভবন ও সেন্টারের নাম পরবর্তীতে এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গুচ্ছ পদ্ধতিতে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের জন্য পুনরায় সুযোগ দেয়া হয়েছে। ২২ জুলাই থেকে পরীক্ষার আধ ঘণ্টা আগ পর্যন্ত ভর্তিচ্ছুরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

ভর্তি পরীক্ষার আবেদন করা শিক্ষার্থীরা ওয়েবসাইটে আইডি নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। পরীক্ষার কেন্দ্র, কক্ষ নম্বর, ভবন ও সেন্টারের নাম পরবর্তীতে এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির দেয়া তথ্যমতে, প্রায় ১৫ হাজার শিক্ষার্থী প্রবেশপত্র সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন। তাদের কথা বিবেচনা করে পুনরায় প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ দিয়েছে গুচ্ছ ভর্তি কমিটি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক নিউজবাংলাকে বুধবার রাতে এসব তথ্য জানান।

তিনি বলেন, পরীক্ষার আধ ঘন্টা আগ পর্যন্ত শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। কোনো অতিরিক্ত ফি নেয়া হবে না। কোনো সমস্যা ও হবে না। তবে পরীক্ষার কেন্দ্র বা তথ্যাদি পরিবর্তনের কোনো সুযোগ নেই।

বন্যা পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছাতে শিক্ষার্থীদের স্মারকলিপি দেয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, পরীক্ষার তারিখ পরিবর্তনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। সবকিছু আগের তারিখ অনুযায়ী নির্ধারিত রয়েছে।

প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজসহ ঢাকার বড় বড় কলেজে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের উপকেন্দ্র হবে বলেও জানান তিনি।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালেয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে এখনো কোনো চিন্তা ভাবনা করা হয়নি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২টি বিজ্ঞান ও প্রযুক্তি এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা ৩০ জুলাই শুরু হওয়ার কথা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ৩০ জুলাই, মানবিক বিভাগের শিক্ষার্থীদের ১৩ আগস্ট এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা ২০ আগস্ট অনুষ্ঠিত হবে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়; ইসলামী বিশ্ববিদ্যালয়; খুলনা বিশ্ববিদ্যালয়; কুমিল্লা বিশ্ববিদ্যালয়; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর; বরিশাল বিশ্ববিদ্যালয়; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়; শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এছাড়াও রয়েছে- মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এ বিভাগের আরো খবর