চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অজ্ঞাতপরিচয় ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনা তদন্তে কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ওই ছাত্রী বুধবার বিকেলে হাটহাজারী থানায় মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন সুমন নিউজবাংলাকে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ১০ ধারায় মামলা করা হয়েছে। এজাহারে পথরোধ করে মারধর, ছিনতাই ও অশ্লীল ভিডিও ধারণ করে হুমকি দেয়ার অভিযোগ তোলা হয়েছে।
এ ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটির প্রধান প্রক্টর রবিউল হাসান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘প্রীতিলতা হলের এক ছাত্রী গত ১৭ জুলাই রোববার রাত ১০টা থেকে সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের ভেতর হেনস্তার শিকার হয়েছেন বলে আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। হলের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় তিনি ও তার আরেক বন্ধু ছিলেন। তারা ছিনতাইয়ের শিকার হয়েছেন বলেও অভিযোগ দিয়েছেন।’
প্রক্টর বলেন, ‘মৌখিকভাবে জানার পরপরই আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আমাদের কাজ চলছে।’
ওই ছাত্রী জানান, গত ১৭ জুলাই রাত সাড়ে ৯টার দিকে তিনি ও তার বন্ধু প্রীতিলতা হলে ফেরার সময় কাছের একটি সড়কে কয়েক যুবক তাদের পথরোধ করে। তাদের মারধর করে বোটানিক্যাল গার্ডেনের পেছনে ঝোপে নিয়ে যায়। তাকে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও করে এবং সেই ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায়।
তিনি আরও জানান, বন্ধু এর প্রতিবার করলে তাদের দুজনের ওপর নির্যাতন করা হয়। তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়।